রিঙ্কু সিংহ। —ফাইল চিত্র
দেশের জার্সিতে রিঙ্কু সিংহের অভিষেক হতে পারে বলে শোনা যাচ্ছে। উত্তর প্রদেশ ও কলকাতা নাইট রাইডার্সের ব্যাটারকে নিয়ে জল্পনা। তার মাঝেই বৃন্দাবনে গেলেন রিঙ্কু। সেখানে বাঁকেবিহারীর (কৃষ্ণ) মন্দিরে যান বাঁহাতি ব্যাটার। পুজো দেন তিনি। মন্দিরের ভিতরে ছবিও তোলেন নাইট ব্যাটার। সেখানে রিঙ্কুর সঙ্গে তাঁর কয়েক জন বন্ধুও ছিলেন।
আইপিএলে কেকেআরের নায়ক হয়ে উঠেছিলেন রিঙ্কু। তাঁর খেলা নজর কেড়েছিল বর্তমান ও প্রাক্তন ক্রিকেটারদের। অনেকে ভেবেছিলেন ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে ডাক পেতে পারেন তিনি। কিন্তু সেটা হয়নি। সুযোগ পা পেয়েও হতাশ হননি রিঙ্কু। ইনস্টাগ্রাম স্টোরিতে বুঝিয়ে দিয়েছিলেন, অপেক্ষা করতে তিনি তৈরি।
Rinku Singh visited Banke Bihari Temple in Vrindavan. pic.twitter.com/H33wE2oHY7
— Johns. (@CricCrazyJohns) July 12, 2023
যদিও ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ের পরে আয়ারল্যান্ড সিরিজ়ে ভারতীয় দলে রিঙ্কুর সুযোগের জল্পনা শুরু হয়েছে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১৮, ২০ এবং ২৩ অগস্ট তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। সেখানে তরুণ দল খেলানোর পরিকল্পনা রয়েছে ভারতের। সেই দলেই রিঙ্কুকে সুযোগ দেওয়া হতে পারে। ওয়েস্ট ইন্ডিজ় যতই এখন খারাপ খেলুক, তাদের বিরুদ্ধে আনকোরা দল খেলাতে চাননি ভারতের নির্বাচকেরা। কিন্তু দুর্বল আয়ারল্যান্ডের বিরুদ্ধে তাঁরা সেই ‘ঝুঁকি’ নিতে চান। তাই সেখানেই রিঙ্কুকে সুযোগ দেওয়া হতে পারে। সবাইকে একসঙ্গে একটি সিরিজ়ে সুযোগ দেওয়া সম্ভব নয়, এ কথা মেনে নিয়েছেন নির্বাচকেরা। তাই সবাইকে ঘুরিয়ে-ফিরিয়ে সুযোগ দিতে চান তাঁরা। ক্রিকেটারদের তরতাজা রাখার লক্ষ্যও রয়েছে তাঁদের।
বোর্ডের এক সূত্র এক ওয়েবসাইটে বলেছেন, “রিঙ্কু ছাড়াও আইপিএলে যারা ভাল খেলেছে তাদের আয়ারল্যান্ডে নিয়ে যাওয়া হবে। নির্বাচকেরা একসঙ্গে সবাইকে সুযোগ দিতে চান না। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে এক দিনের দলে থাকা সাত জন ক্রিকেটার টি-টোয়েন্টি দলে নেই। এশিয়া কাপ এবং বিশ্বকাপে এই ক্রিকেটারেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাদের বিশ্রাম দেওয়া হয়েছে। এবং সেই কারণে আগামী দিনে দুর্বল দলগুলোর বিরুদ্ধে সিরিজে তরুণরাই সুযোগ পাবে।” রিঙ্কু ছাড়াও রুতুরাজ গায়কোয়াড়, জীতেশ শর্মাদের আয়ারল্যান্ডে নিয়ে যাওয়া হতে পারে। পাশাপাশি এশিয়ান গেমসে দ্বিতীয় সারির দল নামাবে ভারত। সেখানেও রিঙ্কুদের মতো ক্রিকেটারেরা সুযোগ পেতে পারেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy