Advertisement
০২ নভেম্বর ২০২৪
Virat Kohli

কোহলি, রোহিত আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মাঝে দূরত্ব শুধু ২৫৭ রানের

সোমবার শেষ দিনে শ্রীলঙ্কাকে হারাতে গেলে ২৫৭ রান করতে হবে নিউ জ়িল্যান্ডকে। কিউয়িরা জিতে গেলেই ভারত বিশ্ব টেস্টের ফাইনালে চলে যাবে।

kohli and rohit

নিউ জ়িল্যান্ড ২৫৭ রান তুললেই কোহলি, রোহিতরা বিশ্ব টেস্টের ফাইনালে চলে যাবেন। ছবি: পিটিআই

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১২ মার্চ ২০২৩ ১৩:৪৩
Share: Save:

আমদাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্ট খেলছে ভারত। কিন্তু গোটা দলের নজর রয়েছে ক্রাইস্টচার্চেও। সেখানে শ্রীলঙ্কা খেলছে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে। প্রথম দু’দিন শ্রীলঙ্কার আধিপত্য থাকলেও, এখন ম্যাচে দাপট নিউ জ়িল্যান্ডেরই। এই মুহূর্তে পরিস্থিতি যা, তাতে ভারত আর বিশ্ব টেস্ট ফাইনালের মধ্যে দূরত্ব ২৫৭ রানের। অর্থাৎ, সোমবার শেষ দিনে শ্রীলঙ্কাকে হারাতে গেলে ২৫৭ রান করতে হবে নিউ জ়িল্যান্ডকে। কিউয়িরা জিতে গেলেই ভারত বিশ্ব টেস্টের ফাইনালে চলে যাবে।

বিশ্ব টেস্ট ফাইনালে ভারতের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল শ্রীলঙ্কা। তারা নিউ জ়িল্যান্ডকে ২-০ ফলে টেস্ট সিরিজ়ে হারালে ভারতের কাছে সুযোগ থাকত না। রোহিত শর্মাদের ঘুম উড়িয়ে প্রথম টেস্টের প্রথম দু’দিন নিউ জ়িল্যান্ডের উপর দাপট দেখায় তারা। ব্যাটিংয়ে তিনশোর উপর রান তোলে। বোলিংয়েও চিন্তায় ফেলে দেয় নিউ জ়‌িল্যান্ডকে। কিন্তু ধীরে ধীরে ম্যাচে ফেরে কেন উইলিয়ামসনের দল। এখন প্রাধান্য তাদেরই।

ড্যারিল মিচেলের শতরানের সৌজন্যে প্রথম ইনিংসে ১৮ রানে এগিয়ে ছিল নিউ জ়িল্যান্ড। শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস শেষ হয় ৩০২ রানে। তৃতীয় দিনের শেষে ৩ উইকেট হারিয়েছিল তারা। তবে রবিবার অ্যাঞ্জেলো ম্যাথুজের চোয়ালচাপা লড়াইয়ের সৌজন্যে শ্রীলঙ্কা ঘুরে দাঁড়ায়। শতরান করেন ম্যাথুজ। ৩০২ রানে শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস।

নিউ জ়িল্যান্ড চতুর্থ দিনের শেষে হারিয়েছে ডেভন কনওয়েকে। ক্রিজে রয়েছেন টম লাথাম এবং উইলিয়ামসন। শেষ দিনে অবশ্য চমক দেওয়া সম্ভাবনা রয়েছে শ্রীলঙ্কারও। তাদের দরকার ৯টি উইকেট। তা হলেই ভারতকে চাপে ফেলে দিতে পারে তারা।

অন্য বিষয়গুলি:

Virat Kohli Rohit Sharma Sri Lanka New Zealand
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE