হাসি মুখেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ঝুলন। শনিবার লর্ডসে। ছবি: পিটিআই
ইডেন গার্ডেন্স থেকে লর্ডস। ভায়া ক্রিকেটবিশ্ব। চাকদহ এক্সপ্রেসের যাত্রা পথ। ঝুলন গোস্বামীকে এই দীর্ঘ সফরের জন্য অভিনন্দন এবং আগামীর জন্য শুভেচ্ছা জানালেন দিদি এবং দাদা।
ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের বিদায়বেলায় সমাজমাধ্যমে একের পর এক ফুটে উঠল শুভেচ্ছা বার্তা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়-সহ বহু মানুষ রয়েছেন সেই তালিকায়।
৩৯ বছরের জোরে বোলারকে শুভেচ্ছা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘ঝুলন গোস্বামী, মহিলাদের ক্রিকেটে জোরে বোলিংয়ের সমার্থক নাম। একটি বর্ণাঢ্য ক্রিকেট-জীবনের পর আজ অবসর নিলেন। বাংলার সকলের পক্ষ থেকে আমি আমাদের বাংলার মেয়ে ঝুলনকে তার সংগ্রাম এবং বিশাল অবদানের জন্য ধন্যবাদ জানাই। ছোট ছোট মেয়েরা ওর দিকে তাকিয়ে থাকবে।’
ঝুলনকে অভিনন্দন জানিয়ে সৌরভ লিখেছেন, ‘একটা দুর্দান্ত কেরিয়ার। যেটা জয়ের মধ্যে শেষ হল। ব্যক্তিগত ভাবেও ওর জন্য শেষ সিরিজটা ভাল কাটল। আগামী কয়েক দশক মহিলা খেলোয়াড়দের কাছে আদর্শ হয়ে থাকবে ঝুলন।’
ঝুলনকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন সচিন তেন্ডুলকরও। তিনি লিখেছেন, ‘ভারতীয় ক্রিকেটের জন্য তুমি যা করেছ, তার জন্য তোমাকে ধন্যবাদ। দুর্দান্ত কেরিয়ারের জন্য তোমাকে অভিনন্দন।’
Jhulan Goswami, a name synonymous with fast bowling in women’s cricket, retires today after an illustrious career.
— Mamata Banerjee (@MamataOfficial) September 24, 2022
On behalf of everyone in Bengal, I thank our daughter @JhulanG10 for her immense contributions despite her struggles.
May young girls continue to look up to her!
A fantastic career .. befitting that it ended on a winning note ..and she left with a good series individually ..will remain a role model for the women players for decades ahead @JhulanG10 @BCCI pic.twitter.com/JA4xGgobEd
— Sourav Ganguly (@SGanguly99) September 24, 2022
Thank you for everything you’ve done for Indian cricket.
— Sachin Tendulkar (@sachin_rt) September 24, 2022
Many congratulations on a wonderful career @JhulanG10. https://t.co/Z1v1HfRY8h
For one last time 📸
— BCCI Women (@BCCIWomen) September 24, 2022
Picture perfect moments from Lord's for @JhulanG10 the legend 🌟#TeamIndia | #ENGvIND pic.twitter.com/auLFA0d3hR
সমাজমাধ্যমে ঝুলনকে ধন্যবাদ জানিয়েছেন অনুষ্কা শর্মাও। বিরাট কোহলির স্ত্রী ঝুলনের জীবনচিত্রে তাঁর ভূমিকায় অভিনয় করেছেন। অনুষ্কা লিখেছেন, ‘একটা অনুপ্রেরণা। এক জন আদর্শ। এক জন কিংবদন্তি। ইতিহাসে আপনার নাম চির দিন লেখা থাকবে। ধন্যবাদ ঝুলন গোস্বামী। আপনি ভারতের মহিলা ক্রিকেটের রং বদলে দিয়েছেন।’
সমাজমাধ্যমে ঝুলনকে ক্রিকেট-জীবনের জন্য অভিনন্দন এবং ভবিষ্যৎ জীবনে জন্য শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডও।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy