Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Jhulan Goswami

আন্তর্জাতিক ক্রিকেটে প্রাক্তন হতেই ঝুলনকে অভিনন্দন দাদা-দিদির, শুভেচ্ছা সচিন, অনুষ্কারও

প্রান্তিক স্টেশনে ‘চাকদহ এক্সপ্রেস’ থামতেই সমাজমাধ্যমে ভেসে উঠেছে একের পর এক অভিনন্দন বার্তা। দু’দশকের আন্তর্জাতিক ক্রিকেট-জীবনের জন্য সকলেই ধন্যবাদ জানিয়েছেন তাঁকে।

হাসি মুখেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ঝুলন। শনিবার লর্ডসে।

হাসি মুখেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ঝুলন। শনিবার লর্ডসে। ছবি: পিটিআই

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২২ ২৩:৫০
Share: Save:

ইডেন গার্ডেন্স থেকে লর্ডস। ভায়া ক্রিকেটবিশ্ব। চাকদহ এক্সপ্রেসের যাত্রা পথ। ঝুলন গোস্বামীকে এই দীর্ঘ সফরের জন্য অভিনন্দন এবং আগামীর জন্য শুভেচ্ছা জানালেন দিদি এবং দাদা।

ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের বিদায়বেলায় সমাজমাধ্যমে একের পর এক ফুটে উঠল শুভেচ্ছা বার্তা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়-সহ বহু মানুষ রয়েছেন সেই তালিকায়।

৩৯ বছরের জোরে বোলারকে শুভেচ্ছা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘ঝুলন গোস্বামী, মহিলাদের ক্রিকেটে জোরে বোলিংয়ের সমার্থক নাম। একটি বর্ণাঢ্য ক্রিকেট-জীবনের পর আজ অবসর নিলেন। বাংলার সকলের পক্ষ থেকে আমি আমাদের বাংলার মেয়ে ঝুলনকে তার সংগ্রাম এবং বিশাল অবদানের জন্য ধন্যবাদ জানাই। ছোট ছোট মেয়েরা ওর দিকে তাকিয়ে থাকবে।’

ঝুলনকে অভিনন্দন জানিয়ে সৌরভ লিখেছেন, ‘একটা দুর্দান্ত কেরিয়ার। যেটা জয়ের মধ্যে শেষ হল। ব্যক্তিগত ভাবেও ওর জন্য শেষ সিরিজটা ভাল কাটল। আগামী কয়েক দশক মহিলা খেলোয়াড়দের কাছে আদর্শ হয়ে থাকবে ঝুলন।’

ঝুলনকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন সচিন তেন্ডুলকরও। তিনি লিখেছেন, ‘ভারতীয় ক্রিকেটের জন্য তুমি যা করেছ, তার জন্য তোমাকে ধন্যবাদ। দুর্দান্ত কেরিয়ারের জন্য তোমাকে অভিনন্দন।’

সমাজমাধ্যমে ঝুলনকে ধন্যবাদ জানিয়েছেন অনুষ্কা শর্মাও। বিরাট কোহলির স্ত্রী ঝুলনের জীবনচিত্রে তাঁর ভূমিকায় অভিনয় করেছেন। অনুষ্কা লিখেছেন, ‘একটা অনুপ্রেরণা। এক জন আদর্শ। এক জন কিংবদন্তি। ইতিহাসে আপনার নাম চির দিন লেখা থাকবে। ধন্যবাদ ঝুলন গোস্বামী। আপনি ভারতের মহিলা ক্রিকেটের রং বদলে দিয়েছেন।’

সমাজমাধ্যমে ঝুলনকে ক্রিকেট-জীবনের জন্য অভিনন্দন এবং ভবিষ্যৎ জীবনে জন্য শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডও।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE