এ বার নিজেই ছেড়ে দিলেন টেস্টের সিংহাসন। —ফাইল চিত্র
টি-টোয়েন্টি নেতৃত্ব নিজে ছেড়েছিলেন। একদিনের নেতৃত্ব থেকে সরানো হল। এ বার নিজেই ছেড়ে দিলেন টেস্টের সিংহাসন। বিদায় বেলায় সদ্য প্রাক্তন ভারত অধিনায়ককে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন সকলে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ টুইট করে লেখেন, ‘টেস্ট অধিনায়ক হিসাবে দারুণ সময় কাটাল বিরাট কোহলী। ও গোটা দলকে প্রচণ্ড ফিট করে তুলেছে। দেশে এবং বিদেশে দুর্দান্ত খেলেছে দল। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডে টেস্ট জয় অবশ্যই আলাদা আনন্দের।’
Congratulations to @imVkohli on a tremendous tenure as #TeamIndia captain. Virat turned the team into a ruthless fit unit that performed admirably both in India and away. The Test wins in Australia & England have been special. https://t.co/9Usle3MbbQ
— Jay Shah (@JayShah) January 15, 2022
বোর্ডের তরফে টুইট করে লেখা হয়, ‘অধিনায়ক হিসেবে টেস্ট দলকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য বিরাট কোহলীকে ধন্যবাদ। ৬৮টি টেস্টে দলকে নেতৃত্ব দিয়ে ৪০টিতে জিতেছে। দেশের সব থেকে সফল টেস্ট অধিনায়ক কোহলী।’
4️⃣0️⃣ wins in 6️⃣8️⃣ Tests!
— ICC (@ICC) January 15, 2022
Virat Kohli steps down as India's most successful Test captain 👏
Read more: https://t.co/D0qfZJLRjP pic.twitter.com/2pnr6iJ7qd
BCCI congratulates #TeamIndia captain @imVkohli for his admirable leadership qualities that took the Test team to unprecedented heights. He led India in 68 matches and has been the most successful captain with 40 wins. https://t.co/oRV3sgPQ2G
— BCCI (@BCCI) January 15, 2022
কোহলী-শাস্ত্রী জুটি ভারতীয় ক্রিকেটে বহু সিরিজ এনে দিয়েছে। কোহলী নেতৃত্ব ছাড়তে শাস্ত্রী লেখেন, 'কোহলী, তুমি মাথা উঁচু করে যেতে পার। খুব কম অধিনায়ক তোমার মতো সাফল্য পেয়েছে। ভারতের সব চেয়ে আক্রমণাত্মক এবং সফল অধিনায়ক। এই দল আমরা একসঙ্গে তৈরি করেছি, তাই আমার খারাপ লাগছে।'
Virat, you can go with your head held high. Few have achieved what you have as captain. Definitely India's most aggressive and successful. Sad day for me personally as this is the team we built together - @imVkohli pic.twitter.com/lQC3LvekOf
— Ravi Shastri (@RaviShastriOfc) January 15, 2022
ভারতের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফর লেখেন, ‘কোহলী যখন টেস্ট দলের দায়িত্ব নয়, তখন বিদেশে টেস্ট জেতাটাই ছিল বিরাট ব্যাপার, এখন সিরিজ হারলে কষ্ট হয়। ও দেশকে এতটাই এগিয়ে নিয়ে গিয়েছে। শুভেচ্ছা বিরাট কোহলী।’
When Virat took over as Test captain, India winning a test overseas was an achievement, now if India lose an overseas test series it is an upset. And that's how far he has taken Indian cricket forward, and that will be his legacy. Congratulations on successful reign @imVkohli 👏🏻 pic.twitter.com/My2MOXNwMc
— Wasim Jaffer (@WasimJaffer14) January 15, 2022
কোহলীকে শুভেচ্ছা জানিয়েছেন শ্রীবৎস গোস্বামী। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে কোহলীর দলের উইকেটরক্ষক ছিলেন তিনি। শ্রীবৎস লেখেন, ‘এই দলকে নিয়ে তুমি যা পেয়েছ তাতে তোমার খুশি হওয়া উচিত বাবা। আমি এবং গোটা দেশ তোমাকে নিয়ে গর্বিত কোহলী।’
Well done baba you can be proud of what you have achieved with this team. me & the entire country is proud of you @imVkohli https://t.co/PCOp1FHuce
— Shreevats goswami (@shreevats1) January 15, 2022
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy