একের পর এক শট খেলছেন শ্রীদেবীর কন্যা। —ফাইল চিত্র
সাদা জামা, গোলাপি হাতা সঙ্গে ছাই রঙের শর্টস পরে নেটে জাহ্নবী কপূর। হেলমেট না থাকলেও পায়ে প্যাড রয়েছে। ব্যাট হাতে একের পর এক শট খেলছেন শ্রীদেবীর কন্যা। হঠাৎ ক্রিকেট অনুশীলনে কেন নামলেন জাহ্নবী? আবার কোনও ক্রিকেটারের জীবনচিত্র তৈরি হবে?
জীবনচিত্র না হলেও ক্রিকেট নিয়ে একটি ছবি তৈরি হচ্ছে বলিউডে। ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। যে ছবিতে জাহ্নবীর সঙ্গে দেখা যাবে রাজকুমার রাওকে। এর আগে ‘রুহি’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। মহেন্দ্র এবং মহিমা নামে দু’টি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁদের। জাহ্নবী যদিও এই প্রথম ক্রিকেট খেলছেন এমন নয়। এর আগে দীনেশ কার্তিকের সঙ্গে ক্রিকেট খেলতে দেখা গিয়েছিল তাঁকে।
VIDEO- #JanhviKapoor spotted at her cricket practice session today❤️#MrAndMrsMahi
— Janhvi Kapoor Universe (@JanhviKUniverse) October 4, 2022
Via @manav22 pic.twitter.com/ZygbXvevME
শরণ শর্মা নির্দেশনা দেবেন ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। এর আগে জাহ্নবীর ‘গুঞ্জন সাক্সেনা দ্য কারগিল গার্ল’ ছবিটির সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। ছবিটির প্রযোজক করণ জোহর। শুক্রবার মুক্তি পাবে ছবিটি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy