Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Ball-Tampering

বিতর্কে ভারতীয় ক্রিকেট, অস্ট্রেলিয়া সফরে বল বিকৃতির অভিযোগ! তর্কে জড়ালেন সেই ‘অবাধ‍্য’ ঈশান

অস্ট্রেলিয়া সফরে গিয়ে বিতর্কে জড়াল রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন ভারত ‘এ’ দল। বল বিকৃতির অভিযোগ ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধে। আম্পায়ারের সঙ্গে তর্কে করে বিতর্ক বাড়ালেন ঈশান।

picture of Ishan Kishan

ঈশান কিশন। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৪ ১০:১০
Share: Save:

অস্ট্রেলিয়ার মাটিতে বিতর্কে জড়িয়ে পড়ল ভারতীয় ক্রিকেট। বল বিকৃতির অভিযোগ উঠল রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন ভারত ‘এ’ দলের বিরুদ্ধে। সিদ্ধান্ত নিয়ে আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়ে বিতর্ক আরও বৃদ্ধি করলেন ঈশান কিশন। শাস্তি হতে পারে তাঁর।

অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে ম্যাকে বেসরকারি টেস্ট খেলছে ভারত ‘এ’ দল। সেই ম্যাচেই ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধে উঠল বল বিকৃতির অভিযোগ। শনিবার ম্যাচের শেষ দিন ভারতীয় দলের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। মাঠের অন্যতম আম্পায়ার শন ক্রেগ বল বিকৃতির অভিযোগ তুলেছেন। খেলা শুরুর সময় বলে একটি দাগ দেখতে পান ক্রেগ। দাগটি দেখে তাঁর মনে হয়, বলটি কোনও কিছুর সঙ্গে ঘষা হয়েছে। বল বিকৃত করার চেষ্টা করা হয়েছে। বল পরিবর্তন করার কথা বলেন তিনি।

আম্পায়ার ক্রেগের এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে ভারতীয় দল। বল বিকৃতির অভিযোগ মানতে চাননি রুতুরাজেরা। আগের দিন খেলার শেষ পর্যন্ত এমন কোনও অভিযোগ ওঠেনি। অথচ শেষ দিন খেলা শুরুর আগে বল বিকৃতির অভিযোগ ওঠায় কিছুটা বিস্মিত হন তাঁরা। নিজের সিদ্ধানে অনড় থেকে ক্রেগ বল পরিবর্তনের সিদ্ধান্ত নেন। তাতে মেজাজ হারান ভারতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটার ঈশান।

আম্পায়ারের সঙ্গে ‘অবাধ্য’ ঈশানের বাদানুবাদ ধরা পড়েছে স্টাম্প মাইক্রোফোনে। ক্রেগ বলেন, ‘‘তোমরা বলটা কিছুর সঙ্গে ঘষেছ। তাই বল পরিবর্তন করা হবে। এটা নিয়ে আর আলোচনা করার কিছু নেই। খেলা শুরু করা যাক। আর আলোচনা নয়। তোমাদের এই বলে (পরিবর্তিত বল) খেলতে হবে।’’ তাঁর এই কথা শুনে ঈশান বলেন, ‘‘তার মানে আমাদের এই বলে খেলতে হবে?’’ গ্রেগ বলেন, ‘‘হ্যাঁ, আমরা এই বল দিয়ে খেলা শুরু করব।’’ এর পর ঈশান বলে বসেন, ‘‘এই সিদ্ধান্তটা বোকার মতো।’’ ভারতীয় উইকেটরক্ষকের কথায় ক্ষুব্ধ ক্রেগ বলেন, ‘‘এই ধরনের মন্তব্যের জন্য তোমাকে শাস্তি পেতে হবে। এই আচরণ গ্রহণযোগ্য নয়। তোমাদের জন্যই আমাদের বল পরিবর্তন করতে হচ্ছে।’’ উল্লেখ্য, গত বছর ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশ অমান্য করে শাস্তির মুখে পড়েছিলেন ঈশান।

অভিযোগ প্রমাণ হলে শাস্তি হতে পারে ভারতীয় ক্রিকেটারদের। যে যে ক্রিকেটারের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ প্রমাণিত হবে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে ক্রিকেট অস্ট্রেলিয়া। মাঠের আম্পায়ারদের রিপোর্ট সে ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে। আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে সরাসরি মন্তব্য করায় শাস্তি হতে পারে ঈশানেরও।

এর পর আর ভারতীয় ক্রিকেটারেরা তর্ক বাড়াননি। পরিবর্তিত বলে খেলা শুরু হয়। শেষ পর্যন্ত ৭ উইকেটে ম্যাচ জিতে নেন অস্ট্রেলিয়ার ছোটরা। আগামী ৭ নভেম্বর থেকে মেলবোর্নে শুরু হবে দু’দলের দ্বিতীয় বেসরকারি টেস্ট।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE