স্টোকসের সম্পর্কে কী বলেছেন ধোনি? ফাইল ছবি
শুক্রবার আইপিএলের নিলামে অনেক লড়াইয়ের পর বেন স্টোকসকে তুলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। অনেকেই মনে করছেন, চেন্নাই ভবিষ্যতের অধিনায়ক ইতিমধ্যেই ঠিক করে ফেলেছে। পরের মরসুমে আইপিএল খেলার পর মহেন্দ্র সিংহ ধোনি জুতোজোড়া তুলে রাখলে স্টোকসই আগামী দিনে দলকে নেতৃত্ব দেবেন। কিন্তু ধোনি নিজে কী বলছেন স্টোকসকে নেওয়া নিয়ে?
নিলামের পর সেই উত্তর দিয়েছেন চেন্নাইয়ের সিইও কাশী বিশ্বনাথন। বলেছেন, “স্টোকসকে দলে পেয়ে আমরা খুবই উত্তেজিত। কিছুটা ভাগ্যবানও বলতে হবে, কারণ স্টোকসের নাম অনেক পরে এসেছে। আমরা একজন অলরাউন্ডার চাইছিলাম। এমএস (ধোনি) খুব খুশি স্টোকসের মতো একজন ক্রিকেটারকে দলে পেয়ে। চেন্নাইয়ের দল দেখে খুবই ভাল লাগছে। আশা করি পরের মরসুমে আমরা ভাল খেলব। প্রতি বছরই একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাই আমরা। সেটাই ভাল ফলাফলের ক্ষেত্রে সাহায্য করে।”
— Ben Stokes (@benstokes38) December 23, 2022
ভবিষ্যতে স্টোকসকে অধিনায়ক করা হবে কিনা, সেই প্রশ্নে বিশ্বনাথন বলেছেন, “অধিনায়ক হওয়ার বিকল্প রয়েছে। কিন্তু এ ব্যাপারে এমএস-ই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।” প্রসঙ্গত, গত বছরের আইপিএলের আগেই অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন ধোনি। দায়িত্ব তুলে দেন রবীন্দ্র জাডেজার হাতে। কিন্তু জাডেজা এতটাই খারাপ নেতৃত্ব দিতে থাকেন যে মরসুমের মাঝপথেই ফের ধোনি দায়িত্ব তুলে নেন। তবে প্লে-অফে উঠতে পারেনি চেন্নাই। শেষ করে নবম স্থানে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy