অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ় শেষ হয়ে গেলেই আইপিএল খেলতে নেমে পড়বেন ভারতীয় ক্রিকেটাররা। অন্য দিকে, নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় খেলে ভারতে আইপিএল খেলতে আসবেন শ্রীলঙ্কার ক্রিকেটাররাও। ব্যস্ত সূচির আগে বিয়ে সেরে ফেললেন ওয়ানিন্দু হাসরঙ্গ। বিরাট কোহলির দল আরসিবির এই ক্রিকেটার বিয়ে সেরে ফেললেন। গত বৃহস্পতিবার বান্ধবী বিন্দ্যাকে বিয়ে করেছেন তিনি। সমাজমাধ্যমে নিজেই সেই খবর জানিয়েছেন। তবে পাত্রীর সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য এখনও জানা যায়নি।
নিউ জ়িল্যান্ডে সফররত শ্রীলঙ্কা দলে অবশ্য হাসরঙ্গ নেই। তবে পাকিস্তান সুপার লিগে খেলতে চেয়েছিলেন তিনি। সেই অনুমতি দেয়নি তাঁর দেশের বোর্ড। তাই আইপিএল খেলতে নামার আগে বিয়ে করে ফেলেছেন হাসরঙ্গ। শুধু শ্রীলঙ্কাই নয়, ভারত-সহ বিশ্বের প্রচুর ক্রিকেটপ্রেমী তাঁকে নতুন জীবনের শুভেচ্ছা জানিয়েছেন।
আরও পড়ুন:
শ্রীলঙ্কা ক্রিকেট দলের উঠতি তারকা হাসরঙ্গ। গত বছর সীমিত ওভারে দারুণ পারফরম্যান্সের কারণে আইপিএলে আরসিবি কিনে নেয় তাঁকে। অল্পের জন্য গত বারের আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি হতে পারেননি তিনি। তবে দারুণ বল করে প্রথম মরসুমেই নজর কেড়ে নিয়েছেন। এ বারও আরসিবির অন্যতম সেরা অস্ত্র হতে চলেছেন তিনি।
শ্রীলঙ্কার এখনও সীমিত ওভারের দল ঘোষণা করেনি। সেখানে হাসরঙ্গ সুযোগ পেলে আইপিএলের শুরুর দিকের ম্যাচ খেলতে পারবেন না। কারণ টি-টোয়েন্টি সিরিজ় শেষ হবে ৮ এপ্রিল। ২ এপ্রিল আরসিবির প্রথম ম্যাচ মুম্বইয়ের বিরুদ্ধে। ৬ তারিখ কলকাতার বিরুদ্ধে খেলবে তারা। সেই ম্যাচেও খেলা হবে তাঁর।