আইপিএলে মায়াঙ্ক আগরওয়ালকে অধিনায়ক করল না হায়দরাবাদ। —ফাইল চিত্র
নিলামে মায়াঙ্ক আগরওয়ালকে নেওয়ার পর অনেকেই মনে করেছিলেন যে, সানরাইজার্স হায়দরাবাদ তাঁকেই অধিনায়ক করবে। এর আগে পঞ্জাব কিংসের অধিনায়ক ছিলেন মায়াঙ্ক। আইপিএলে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থাকায় তাঁর দিকেই পাল্লা ভারী মনে করছিলেন অনেকে। কিন্তু বৃহস্পতিবার হায়দরাবাদ জানিয়ে দিল যে, তাদের অধিনায়ক এডেন মার্করাম।
দক্ষিণ আফ্রিকার এই ব্যাটারকে রেখে দিয়েছিল হায়দরাবাদ। আন্তর্জাতিক মঞ্চে ৩১টি টি-টোয়েন্টি ম্যাচে ৮৭৯ রান করা মার্করামের স্ট্রাইক রেট ১৪৭.৭৩। আইপিএলে ২০টি ম্যাচে ৫২৭ রান করেছেন তিনি। হায়দরাবাদ ছাড়াও পঞ্জাব কিংস দলে খেলেছিলেন মার্করাম। আইপিএলে তাঁর স্ট্রাইক রেট ১৩৪.১। ওপেনিং থেকে মিডল অর্ডার, সব জায়গাতেই খেলতে পারেন তিনি। এমন এক জন ক্রিকেটারের উপর দায়িত্ব দিল হায়দরাবাদ। মায়াঙ্ক আইপিএলে অধিনায়ক হিসাবে পরীক্ষিত হলেও সাফল্য নেই। তাই ভারতীয় ব্যাটার নয়, বিদেশি ক্রিকেটারের উপর ভরসা রাখল হায়দরাবাদ।
THE. WAIT. IS. OVER. ⏳#OrangeArmy, say hello to our new captain Aiden Markram 🧡#AidenMarkram #SRHCaptain #IPL2023 | @AidzMarkram pic.twitter.com/3kQelkd8CP
— SunRisers Hyderabad (@SunRisers) February 23, 2023
বুধবার হায়দরাবাদ টুইট করে লেখে, “অপেক্ষা শেষ। আমাদের নতুন অধিনায়ক এডেন মার্করামকে স্বাগত।” সেই সঙ্গে মার্করামের ছবি দিয়ে একটি ভিডিয়ো পোস্ট করে হায়দরাবাদ। আইপিএলে প্রথম ২০২১ সালে দেখা যায় মার্করামকে। পঞ্জাব কিংসের হয়ে রাজস্থান রয়ালসের বিরুদ্ধে খেলেছিলেন তিনি। পরের বছরই তিনি চলে আসেন হায়দরাবাদে। আইপিএলে তিনটি অর্ধশতরান রয়েছে তাঁর। অধিনায়ক হওয়ার পর তাঁর দায়িত্ব আরও বেড়ে গেল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy