Advertisement
১৯ জানুয়ারি ২০২৫
Injuries to Rishabh Pant and Yashprit Bumrah have weakened the Indian team.
India

পন্থ-বুমরাহীন ভারত দুর্বল, বলছেন গ্রেগ

হাঁটুতে অস্ত্রোপচার করিয়ে পাঁচ মাস পরে মাঠে ফিরেছেন জাডেজা। গত মাসে রাজ্য দল সৌরাষ্ট্রের হয়ে খেলেছেন রঞ্জি ট্রফিতে। যশপ্রীত বুমরা এখনও ম্যাচ খেলার মতো সুস্থ হতে পারেননি।

Picture of Greg Chappell.

প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক গ্রেগ চ্যাপেল। ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:৪৪
Share: Save:

প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক গ্রেগ চ্যাপেল মনে করেন, ঋষভ পন্থ ও যশপ্রীত বুমরার চোট ভারতীয় দলকে দুর্বল করে দিয়েছে। তাই প্যাট কামিন্সদের সামনে বড় সুযোগ রয়েছে টেস্ট সিরিজ় জেতার।

বৃহস্পতিবার থেকে নাগপুরে শুরু হচ্ছে ‘বর্ডার-গাওস্কর ট্রফি’র প্রথম টেস্ট। তার আগে ভারতের প্রাক্তন বিতর্কিত কোচ সিডনির এক পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে বললেন, ‘‘আমার মনে হয়েছে, এই সিরিজ় ভারতে খেলেও জিততে পারে অস্ট্রেলিয়া। নিজেদের ঘরের মাঠে ভারত এ বার দুর্বল ঋষভ পন্থ, রবীন্দ্র জাডেজা ও যশপ্রীত বুমরার চোটের জন্য। ভারত তাই খুবই নির্ভর করে থাকবে তাই বিরাট কোহলির উপরে।’’

হাঁটুতে অস্ত্রোপচার করিয়ে পাঁচ মাস পরে মাঠে ফিরেছেন জাডেজা। গত মাসে রাজ্য দল সৌরাষ্ট্রের হয়ে খেলেছেন রঞ্জি ট্রফিতে। যশপ্রীত বুমরা এখনও ম্যাচ খেলার মতো সুস্থ হতে পারেননি। গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত ঋষভ এই মুহূর্তে রয়েছেন রিহ্যাবে।

ভারতীয় দলের তিন নির্ভরযোগ্য ক্রিকেটারের সাম্প্রতিক অবস্থা দেখে গ্রেগ মনে করছেন, নিজেদের স্বাভাবিক ক্রিকেট খেলতে পারলে টেস্ট সিরিজ় চলে আসবে অস্ট্রেলিয়ার হাতে। তিনি বলেছেন, ‘‘ভারতে সফরকারী বিদেশি দলগুলি প্রায়শই বোকা বনে যায় যখন তারা মনে করে যে ম্যাচের কোনও ফয়সালা হবে না। সেই মুহূর্তেই অত্যন্ত দ্রুত পরিস্থিতি বদলে যায়। ভারতীয় ক্রিকেটারেরা এই পরিস্থিতির সঙ্গে খুবই অভ্যস্ত। তাই অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের এই অবস্থার সঙ্গে দ্রুত মানিয়ে নিতে হবে এবং সেটা ব্যাটিং ও বোলিং— উভয় বিভাগেই।’’

গ্রেগ মনে করেন, নেথান লায়নের সঙ্গে অ্যাস্টন অ্যাগারকে খেলানো উচিত। বলেছেন, ‘‘ভারতে পিচ স্পিনারদের সাহায্য করে থাকে। এ বারও হয়তো সেটাই হবে। আশা করব, লায়নের সঙ্গে অ্যাগারকেও খেলানো হবে। ’’

প্রাক্তন লেগস্পিনার অনিল কুম্বলের উদাহরণ টেনে গ্রেগ বলেছেন, ‘‘কুম্বলে টেস্টে ৬১৯ উইকেট নিয়েছিল বরাবর সঠিক লাইনে বল করে। ব্যাটারদের শট খেলার জায়গা দিত না। ওর অস্ত্র ছিল গতিশীল সোজাসাপ্টা লেগব্রেক। অ্যাগারকেও এ বার ঠিক সেই ভূমিকা পালন করতে হবে।’’

অন্য বিষয়গুলি:

India Greg Chappell Cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy