মন্ধানা জেতালেন ভারতকে। ছবি টুইটার
প্রথম ম্যাচে হেরে গিয়ে মাঠের খারাপ পরিস্থিতিকে দুষেছিলেন হরমনপ্রীত কৌররা। দ্বিতীয় ম্যাচে ভাল পরিবেশ পেয়েই ঘুরে দাঁড়াল ভারতের মহিলা দল। ইংল্যান্ডকে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে হারিয়ে দিল আট উইকেটে। অপরাজিত অর্ধশতরান স্মৃতি মন্ধানার। একার হাতেই ম্যাচ জেতালেন ভারতকে। সিরিজে সমতা ফেরাল হরমনপ্রীতের দল।
টসে জিতে ইংল্যান্ডের ব্যাট করার সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে যায়। একের পর এক উইকেট হারাতে থাকে তারা। প্রথমে ১৬ রানে তিন উইকেট, সেখান থেকে ৫৪ রানে পাঁচ উইকেট পড়ে যায় তাদের। ইংল্যান্ডকে লজ্জার হাত থেকে বাঁচান মাইয়া বাউটার এবং ফ্রেয়া কেম্প। দু’জনে ষষ্ঠ উইকেটে ৬৫ রানের জুটি গড়েন। ব্যক্তিগত ৩৪ রানে মাইয়া ফেরার পর ইংল্যান্ডকে টানেন কেম্প। ৫১ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ওভারে ছয় উইকেট হারিয়ে ১৪২ তোলে ইংল্যান্ড।
.@mandhana_smriti bags the Player of the Match award for a terrific unbeaten 7⃣9⃣-run knock as #TeamIndia beat England in the 2nd T20I to level the series. 👏👏
— BCCI Women (@BCCIWomen) September 13, 2022
It all comes down to the decider to be played on Thursday. 👊
Scorecard ▶️ https://t.co/Xvs9EDrb2y #ENGvIND pic.twitter.com/WTwA7nXshP
রান তাড়া করতে নেমে কখনওই সমস্যার মধ্যে পড়তে হয়নি ভারতকে। প্রথম উইকেটে উঠে যায় ৫৫ রান। এর পর ২০ রানে শেফালি বর্মা এবং ন’রানে দয়ালন হেমলতা আউট হওয়ার পর ভারতকে জিতিয়ে দেন স্মৃতি (অপরাজিত ৭৯) এবং হরমনপ্রীত (অপরাজিত ২৯)। স্মৃতির ইনিংসে রয়েছেন ১৩টি চার। হরমন চারটি চার মেরেছেন। ম্যাচের সেরা হয়েছে স্মৃতিই।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy