নাগপুরের হোটেলে ঢুকতে গিয়ে বাধা পেলেন ভারতীয় দলের এক কোচ। বাস থেকে নেমে হোটেলের দরজার দিকে এগিয়ে যান থ্রোডাউন বিশেষজ্ঞ রাঘবেন্দ্র দ্বিবেদী। কিন্তু তাঁর পথ আটকান কর্তব্যরত পুলিশকর্মীরা। পরে ভুল বুঝতে পেরে অবশ্য ছেড়েও দেন।
ভারতীয় ক্রিকেট দলের অন্যতম জনপ্রিয় সদস্য রাঘবেন্দ্র। ‘রঘু’ নামেই তিনি পরিচিত। ২০১১ সালে সচিন তেন্ডুলকর তাঁকে নির্বাচন করেছিলেন। তখন থেকে ভারতীয় দলের সঙ্গে থ্রোডাউন বিশেষজ্ঞ হিসাবে কাজ করছেন রঘু। মঙ্গলবার অনুশীলনের পর দলের বাসে সকলের সঙ্গেই হোটেলে যান তিনি। কিন্তু নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশকর্মী তাঁর পথ আটকান। তিনি কোথায় এবং কেন যেতে চান জানতে চান। ছুটে আসেন আরও দু’-তিন জন পুলিশকর্মী।
রঘুকে পুলিশের হোটেলে ঢুকতে না দেওয়ার বিষয়টি দেখতে পান সংবাদিকেরা। তাঁরা চেঁচিয়ে বলেন, ‘‘উনি কোচ। ভারতীয় দলের কোচ। ছেড়ে দিন। দলের বাসেই এসেছেন।’’ সাংবাদিকদের কথা শুনে ভুল বুঝতে পারেন পুলিশকর্মীরা। তাঁকে হোটেলে যাওয়ার অনুমতি দেন। রঘু ভারতীয় দলের পরিচিত পোশাক পরেই ছিলেন। সঙ্গে ছিল পরিচয়পত্র। তা-ও তাঁকে পুলিশকর্মীরা চিনতে না পারায় বিস্ময় তৈরি হয়েছে।
আরও পড়ুন:
হোটেলে ঢুকতে বাধা পেয়ে বিস্মিত হয়েছেন রঘুও। তবে তাঁকে বিরক্ত দেখায়নি। পুলিশি বাধার সামনে তাঁকে হাসিমুখেই দেখা গিয়েছে। এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।