ব্যাটে রান ফিরে পাওয়ার লক্ষ্যে প্রায় ১২ বছর পর রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে নেমেছিলেন বিরাট কোহলি। দিল্লির হয়ে রেলওয়েজের বিরুদ্ধে খেলেছেন। রান অবশ্য পাননি। ১৫ বল খেলে করেন ৬ রান। দলকে তেমন সাহায্য করতে না পারলেও তাঁকে নিয়ে উচ্ছ্বসিত দিল্লির ক্রিকেটারেরা।
রঞ্জি দলের সতীর্থদের ম্যাচের পর উপহার দিয়েছেন কোহলি। তাঁদের মধ্যে অন্যতম সনৎ সাঙ্গওয়ান। সাজঘরে কোহলির সঙ্গে একটি ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন সনৎ। তাতে দেখা যাচ্ছে, নিজের একটি ব্যাটে সই করে তাঁকে উপহার দিয়েছেন কোহলি। এই ছবির সঙ্গে সনৎ লিখেছেন, ‘‘রাজার সঙ্গে এক সাজঘরে থাকতে পেরে কৃতজ্ঞ। গর্বিতও।’’
২০১২ সালের পর এই প্রথম ঘরোয়া ক্রিকেটের কোনও ম্যাচ খেললেন কোহলি। স্বভাবতই দিল্লির তরুণ ক্রিকেটারদের তাঁর সঙ্গে খেলার সুযোগ হয়নি। দু’-এক জন আইপিএলের সুবাদে কোহলির বিরুদ্ধে খেলছেন। তবে দিল্লির সাজঘরে কোহলিকে কখনও পাননি দিল্লির তরুণ ক্রিকেটারেরা। রঞ্জি ট্রফির ম্যাচের সময় দিল্লির ক্রিকেটারদের সঙ্গে সহজ ভাবে মিশেছেন কোহলি। অনেককে পরামর্শ দিয়েছেন। তাঁদের সঙ্গে ম্যাচের দু’দিন আগে থেকে খেলা শেষ হওয়া পর্যন্ত অনেকটা সময় কাটিয়েছেন। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়কের ব্যবহারে মুগ্ধ দিল্লির ক্রিকেটারেরা। সে কথাই সমাজমাধ্যমে তুলে ধরছেন তাঁরা।
আরও পড়ুন:
কোহলি এখন নাগপুরে। ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের প্রস্তুতি নিচ্ছেন ভারতীয় দলের সঙ্গে। এই সিরিজ়ের পর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন।