জসপ্রীত বুমরাহকে রেখেই ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের দল ঘোষণা করেছে ভারত। কিন্তু সেই সিরিজ়ে তিনি খেলতে পারবেন কি না তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে দলে রয়েছেন হর্ষিত রানাও। বুমরাহ খেলতে না পারলে সুযোগ পাবেন তিনি।
শনিবার চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ জনের দল ঘোষণা করে ভারত। সেই দলের সঙ্গে ইংল্যান্ড সিরিজ়ে জুড়ে দেওয়া হয়েছে হর্ষিতকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে অভিষেক হয়েছিল তাঁর। এ বার এক দিনের দলেও ডাক পেলেন তিনি। দিল্লির পেসার আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে বল করে নজর কেড়েছিলেন মেন্টর গৌতম গম্ভীর। এর পর গম্ভীর ভারতীয় দলের কোচ হওয়ার পর থেকে ভারতীয় দলে ডাক পাচ্ছেন হর্ষিত। মহম্মদ সিরাজ ইংল্যান্ডের বিরুদ্ধে ডাক পাননি। চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও রাখা হয়নি তাঁকে। সেই জায়গায় হর্ষিতকে গুরুত্ব দেওয়া হয়েছে।
বুমরাহকে রেখে দল ঘোষণা করলেও প্রধান নির্বাচক আগরকর নিশ্চিত নন তাঁকে নিয়ে। আগামী ২ ফেব্রুয়ারি তাঁর পিঠের স্ক্যান করানো হবে। আগরকর আশা করছেন ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ এক দিনের ম্যাচে খেলতে পারবেন বুমরাহ। সেই আশাতেই তাঁকে দলে রাখা হয়েছে।
আরও পড়ুন:
ভারতীয় দলে তিন জন ওপেনার রয়েছেন। অধিনায়ক রোহিত শর্মা এবং সহ-অধিনায়ক শুভমন গিল ওপেন করবেন। তৃতীয় ওপেনার হিসাবে সুযোগ পেয়েছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে ভাল খেলা যশস্বী জয়সওয়াল। টেস্ট এবং টি-টোয়েন্টি খেললেও এক দিনের ক্রিকেটে এখনও অভিষেক হয়নি তাঁর। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের জার্সিতে ৫০ ওভারের ক্রিকেট খেলতে দেখা যেতে পারে তাঁকে।
এক দিনের ক্রিকেটে ভারতের তিন নম্বর জায়গাটা পাকা বিরাট কোহলির জন্য। অস্ট্রেলিয়া বিরুদ্ধে টেস্টে রান না পেলেও সুস্থ থাকলে এক দিনের ক্রিকেটে তিন নম্বরে ব্যাট করতে নামবেন তিনিই। মিডল অর্ডার সামলানোর জন্য রয়েছেন শ্রেয়স আয়ার, লোকেশ রাহুল এবং ঋষভ পন্থ। উইকেটরক্ষক হিসাবে রাহুল বা পন্থের মধ্যে এক জন খেলবেন।
দলে রয়েছেন অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর এবং অক্ষর পটেল। স্পিন বিভাগ সামলানোর জন্য কুলদীপ যাদবও রয়েছেন।
৬ ফেব্রুয়ারি থেকে শুরু ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়। নাগপুর (৬ ফেব্রুয়ারি), কটক (৯ ফেব্রুয়ারি) এবং আমদাবাদে (১২ ফেব্রুয়ারি) হবে তিনটি ম্যাচ। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সেটাই ভারতের প্রস্তুতির জায়গা।
ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, লোকেশ রাহুল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, হর্ষিত রানা, আরশদীপ সিংহ, ওয়াশিংটন সুন্দর এবং যশস্বী জয়সওয়াল।