প্রথমে টি-টোয়েন্টি, তার পরে এক দিনের ক্রিকেট। ভারতের হয়ে সাদা বলের ক্রিকেটের দু’টি ফরম্যাটেই অভিষেক হয়েছে বরুণ চক্রবর্তীর। দু’টি ফরম্যাটেই নজর কেড়েছেন তিনি। ভারতের হয়ে টেস্টও খেলতে চান বরুণ। কিন্তু তাঁর আশঙ্কা, দেশের হয়ে হয়তো টেস্ট কোনও দিনই খেলতে পারবেন না তিনি। হতাশা ঝরে পড়েছে স্পিনারের গলায়।
কয়েক দিন আগে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। সেই জয়ে বড় ভূমিকা নিয়েছেন বরুণ। মাত্র তিনটি ম্যাচে ৯ উইকেট নিয়েছেন তিনি। দেশের হয়ে প্রথম আইসিসি ট্রফি জিতে নিজের ইচ্ছার কথা জানিয়েছেন বরুণ। তিনি বলেন, “আমার টেস্ট খেলার ইচ্ছা আছে। কিন্তু আমার বোলিংয়ের ধরন টেস্টের মতো নয়। তাই হয়তো কোনও দিন ভারতের হয়ে টেস্ট খেলতে পারব না।”
আরও পড়ুন:
কেন তাঁর বোলিং লাল বলের উপযোগী নয়, তার ব্যাখ্যাও দিয়েছেন বরুণ। ভারতীয় স্পিনার বলেন, “আমার বল অনেকটা মিডিয়াম পেসের মতো। টেস্ট ক্রিকেটে টানা ২০-৩০ ওভার বল করার ক্ষমতা থাকতে হয়। সেটা আমার নেই। আমি জোরে বল করি। তাই সর্বোচ্চ ১০-১৫ ওভার বল করতে পারি। তাই আমি টি-টোয়েন্টি ও এক দিনের ক্রিকেটের দিকেই নজর দিচ্ছি।”
আপাতত জাতীয় দলের হয়ে খেলা শেষ। এ বার সামনে আইপিএল। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে নামবেন বরুণ। গত বার কেকেআরের হয়ে সর্বাধিক উইকেট নিয়েছিলেন তিনি। কেকেআরকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা নিয়েছিলেন। তাই তাঁকে ধরে রেখেছে কেকেআর। এ বার আরও বড় দায়িত্ব তাঁর কাঁধে। কারণ, দেশের জার্সিতেও ভাল খেলেছেন তিনি। বরুণ এখন শুধু আইপিএলের দিকে মন দিচ্ছেন। ভাল ফর্ম কেকেআরের হয়েও ধরে রাখতে চান তিনি।
- ১৮ বছরের খরা কাটিয়ে ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম বার আইপিএল জেতার স্বাদ পেয়েছেন বিরাট কোহলি। ফাইনালে পঞ্জাব কিংসকে ছ’রানে হারিয়েছে বেঙ্গালুরু।
- ট্রফি জেতার পরের দিনই বেঙ্গালুরুতে ফেরেন বিরাট কোহলিরা। প্রিয় দলকে দেখার জন্য প্রচুর সমর্থক জড়ো হয়েছিলেন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। সেখানে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। আহত ৫০-এরও বেশি। ঘটনাকে ঘিরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছে।
-
১১ মৃত্যুর জের, আইপিএল জয়ের উৎসবে কী কী করা যাবে না, শনিবার ঠিক করবে বোর্ড, আর কী কী নিয়ে আলোচনা?
-
‘লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে’! বেঙ্গালুরুতে কোহলিদের উৎসবের আগে সতর্ক করেছিল পুলিশই, তবু কেন এড়ানো গেল না দুর্ঘটনা
-
আইপিএলের শেষ পর্বে ছিলেন না, ভারত-পাক সংঘাত, না কি ‘বিশেষ’ কারণে খেলতে আসেননি স্টার্ক?
-
‘ভিড়ের চাপে স্ত্রীয়ের হাত ছুটে যায়’, পদপিষ্টে প্রিয়জন হারিয়ে কথা বলার ভাষা নেই পরিবারের
-
অফিসে খোলা পড়ে ল্যাপটপ, আরসিবি-র অনুষ্ঠান দেখেই ফিরবেন বলেছিলেন, ফিরে এল তথ্যপ্রযুক্তি কর্মী কামাক্ষীর দেহ