যশপ্রীত বুমরা। —ফাইল চিত্র।
ইংল্যান্ডের বিরুদ্ধে দাপট দেখালেন যশপ্রীত বুমরা। একাই তুলে নেন ৩ উইকেট। ভারতের ১০০ রানে জয়ের পিছনে বড় ভূমিকা নেন তিনি। মাত্র ২২৯ রান তুলেও জয় তুলে নেয় ভারত। এর পিছনে রয়েছেন চোট সারিয়ে দলে ফেরা বুমরা। তিনি প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন। সেই সময় সমালোচকদের কী ভাবে সামলেছিলেন, তা জানালেন ইংল্যান্ডকে হারানোর পর।
এশিয়া কাপের আগে চোট সারিয়ে দলে ফিরেছিলেন বুমরা। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় প্রতিযোগিতায় খেলতে পারেননি চোটের কারণে। বুমরা বলেন, “আমার স্ত্রীও (সঞ্জনা গণেশন) ক্রীড়ামাধ্যমের সঙ্গে যুক্ত। তাই জানি আমার কেরিয়ারের উপর কত ধরনের প্রশ্ন উঠেছিল। যে সময়টা পার হয়ে গিয়েছে, সেটা আর ফিরবে না। তবে সেটা নিয়ে আমি হতাশ নই। এখন আমি খুশি। চোট সারিয়ে ফিরে এসে আবার খেলতে পারছি। আমি বুঝতে পারছি যে, এই খেলাটাকে কতটা ভালবাসি। তাড়াহুড়ো করতে রাজি ছিলাম না আমি। চোট সারিয়ে ফিরে এসে খেলাটাকে উপভোগ করতে চাইছিলাম। ইতিবাচক মানসিকতা রাখতে চাইছিলাম আমি।”
ভারত এখনও পর্যন্ত বিশ্বকাপে কোনও ম্যাচ হারেনি। ছ’টি ম্যাচের মধ্যে ছ’টিতেই জিতে লিগ তালিকায় এক নম্বরে রোহিত শর্মারা। বুমরা বলেন, “ইংল্যান্ডের বিরুদ্ধে আমাদের সামনে বড় চ্যালেঞ্জ ছিল। দ্রুত উইকেট নেওয়ার প্রয়োজন ছিল। মাঠে ভাল ফিল্ডিং প্রয়োজন ছিল। সেটা আমরা করেছি। তাই ম্যাচের ফল নিয়ে আমরা খুশি।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy