চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা হচ্ছে না জসপ্রীত বুমরাহের। তাঁকে ছাড়াই দল ঘোষণা করেছে ভারত। বুমরাহ এখন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে ব্যস্ত। সেখান থেকেই নিজের ছবি পোস্ট করলেন তিনি।
বাদামিধুসর (বেইজ) রঙের টি-শার্ট, সেই রঙের জ্যাকেট, কালো প্যান্ট এবং খয়েরি রঙের টুপি পরে নিজের একটি ছবি পোস্ট করেন বুমরাহ। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে আয়ানার সামনে দাঁড়িয়ে নিজের সেই ছবি পোস্ট করে তিনি লেখেন, “রিবিল্ডিং”। বুঝিয়ে দিলেন যে আগামী দিনের জন্য তৈরি হচ্ছেন বুমরাহ।
মঙ্গলবার বুমরাহকে বাদ দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ় খেলতে গিয়ে চোট লেগেছিল তাঁর। তার পর থেকেই ক্রিকেটের বাইরে বুমরাহ। পাঁচ সপ্তাহের জন্য তাঁকে বিশ্রাম নিতে বলা হয়েছিল। সেই বিশ্রামের পর এখন তিনি এনসিএ-তে রিহ্যাব শুরু করেছেন।
আরও পড়ুন:
বুমরাহকে সুস্থ করার দায়িত্ব তিন জনের উপর দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বোর্ডের কর্তা পিটিআই-কে বলেন, “জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচ রজনীকান্ত শিভাঙ্গনম এবং ফিজিয়ো তুলসী রাম যুবরাজ বুমরাহকে রিহ্যাব করাচ্ছেন। চিকিৎসক নিতিন পটেল ভারতীয় পেসারকে প্রতিটা মুহূর্তে নজরে রেখেছেন। সেই সঙ্গে জাতীয় দলের স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচ সোহম দেশাই এবং ফিজিয়ো কমলেশ জৈন খোঁজ নিচ্ছেন বুমরাহের।”
১৯ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি। বাংলাদেশের বিরুদ্ধে খেলবেন রোহিতেরা। গ্রুপে পাকিস্তান (২৩ ফেব্রুয়ারি) এবং নিউ জ়িল্যান্ডের (২ মার্চ) বিরুদ্ধে খেলবেন তাঁরা।