যশপ্রীত বুমরা। —ফাইল চিত্র।
আইসিসির ক্রমতালিকায় টেস্টে শীর্ষস্থানে ছিলেন যশপ্রীত বুমরা। ভারতীয় বোলার সেই স্থান হারালেন। তাঁকে টপকে এখন টেস্টে বোলারদের মধ্যে এক নম্বর কাগিসো রাবাডা। বাংলাদেশের বিরুদ্ধে মিরপুর টেস্টে ৯ উইকেট নেন তিনি। সেই সাফল্য তাঁকে শীর্ষে পৌঁছে দিয়েছে।
২০১৮ সালে রাবাডা টেস্ট বোলারদের মধ্যে শীর্ষে উঠেছিলেন। তার পর থেকে প্রথম দশের মধ্যেই রয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার জস হেজ়লউড এবং ভারতের রবিচন্দ্রন অশ্বিনকেও টপকে তিন ধাপ উঠেছেন রাবাডা। বুমরা নেমে গিয়েছেন তৃতীয় স্থানে। দ্বিতীয় স্থানে উঠে এসেছেন হেজ়লউড। দু’ধাপ নীচে নেমে গিয়েছেন অশ্বিনও। দ্বিতীয় স্থান থেকে নেমে তিনি চতুর্থ স্থানে। প্যাট কামিন্স ছিলেন চতুর্থ স্থানে। তিনি নেমে গিয়েছেন পঞ্চম স্থানে। প্রথম দশের মধ্যে ভারতীয়দের মধ্যে বুমরা এবং অশ্বিন ছাড়াও রয়েছেন রবীন্দ্র জাডেজা। তিনি অষ্টম স্থানে রয়েছেন।
ব্যাটারদের মধ্যে টেস্টে শীর্ষস্থান ধরে রেখেছেন জো রুট। দ্বিতীয় স্থানে কেন উইলিয়ামসন। তৃতীয় স্থানে উঠে এসেছেন যশস্বী জয়সওয়াল। হ্যারি ব্রুক নেমে গিয়েছেন চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে স্টিভ স্মিথ। যশস্বী ছাড়া কোনও ভারতীয় ব্যাটার টেস্টে প্রথম দশে নেই। ঋষভ পন্থ নেমে গিয়েছেন ১১ নম্বরে। ছ’ধাপ নেমে বিরাট কোহলি ১৬ নম্বরে। ন’ধাপ নেমে রোহিত শর্মা ২৪ নম্বরে।
অলরাউন্ডারদের ক্রমতালিকায় টেস্টে শীর্ষে রবীন্দ্র জাডেজা। দ্বিতীয় স্থানে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। দু’ধাপ উঠে এসেছেন মেহেদি হাসান। তিনি রয়েছেন তৃতীয় স্থানে। সদ্য অবসর নেওয়া শাকিব আল হাসান নেমে গিয়েছেন চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে রয়েছেন জেসন হোল্ডার। ভারতের অক্ষর পটেল রয়েছেন সপ্তম স্থানে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy