Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Syed Mushtaq Ali Trophy

ঘরোয়া ক্রিকেটে ফিরছেন ইশান্ত, দিল্লির হয়ে খেলবেন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে

দেশের হয়ে ২০১৩ সালে শেষ বার টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন ইশান্ত। দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে ২০২১ সালে খেলেছিলেন তিনি।

মুস্তাক আলি ট্রফিতে খেলতে দেখা যাবে ইশান্ত শর্মাকে।

মুস্তাক আলি ট্রফিতে খেলতে দেখা যাবে ইশান্ত শর্মাকে। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২২ ১৩:৫১
Share: Save:

ঘরোয়া ক্রিকেটে খেলবেন ইশান্ত শর্মা। দিল্লির হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলতে দেখা যাবে ভারতের অভিজ্ঞ পেসারকে। ১৬ জনের দিল্লি দলকে নেতৃত্ব দেবেন নীতীশ রানা। আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে খেলেন অলরাউন্ডার।

দেশের হয়ে ২০১৩ সালে শেষ বার টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন ইশান্ত। দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে ২০২১ সালে খেলেছিলেন তিনি। ইশান্ত ছাড়াও দিল্লির হয়ে মুস্তাক আলিতে খেলবেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলা ঋত্বিক শোকিন, রাজস্থান রয়্যালসের নবদীপ সাইনি, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অনুজ রাওয়াত, চেন্নাই সুপার কিংসের সিমারজিত সিংহ, লখনউ সুপার জায়ান্টসের আয়ুষ বাদোনি এবং ময়াঙ্ক যাদব এবং দিল্লি ক্যাপিটালসের ললিত যাদব।

এ ছাড়াও দলে আছেন হিতেন দালালের মতো পাওয়ার হিটার, তরুণ দেব লাকরা, যশ ঢুল। সেই সঙ্গে রয়েছেন হিমাত সিংহ। যিনি এই দলের সহঅধিনায়ক। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে দিল্লি ক্রিকেট সংস্থার কর্তা রাজন মনছন্দা বলেন, “সভাপতি এবং সচিবের ভরসা রয়েছে আমাদের দলের সিনিয়র ক্রিকেটারদের উপর। নীতীশ অবশ্যই তাদের মধ্যে অন্যতম। আমরা আত্মবিশ্বাসী যে, ওর নেতৃত্বে ভাল খেলবে দল।”

দিল্লি দল: নীতীশ রানা (অধিনায়ক), হিমাত সিংহ, হিতেন দালাল, যশ ঢুল, অনুজ রাওয়াত (উইকেটরক্ষক), ঋত্বিক শোকিন, আয়ুষ বাদোনি, ললিত যাদব, ইশান্ত শর্মা, নবদীপ সাইনি, সিমারজিত সিংহ, ময়াঙ্ক যাদব, শিবঙ্ক বশিষ্ট, দেব লাকরা, প্রদীপ সাঙ্গওয়ান এবং প্রাণসু বিজয়ারন।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE