Advertisement
০৫ নভেম্বর ২০২৪
KL Rahul

KL Rahul: অস্ত্রোপচার হল রাহুলের, কেমন আছেন, নিজেই জানালেন এই ওপেনার

জুন মাসের শুরুতে কুঁচকিতে চোট পেয়েছিলেন লোকেশ রাহুল। বুধবার তিনি জানিয়েছেন সফল ভাবে তাঁর অস্ত্রোপচার হয়েছে।

অস্ত্রোপচার হল রাহুলের।

অস্ত্রোপচার হল রাহুলের। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ৩০ জুন ২০২২ ১৩:১৩
Share: Save:

লোকেশ রাহুলের সফল অস্ত্রোপচার হয়েছে। বুধবার নিজেই জানিয়েছেন ভারতীয় ওপেনার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে চোটের কারণে খেলতে পারেননি রাহুল। এর পরেই অস্ত্রোপচার করতে জার্মানি যান তিনি। সফল অস্ত্রোপচারের আগে খুব কঠিন দু’সপ্তাহ গিয়েছে বলে জানিয়েছেন রাহুল।

নেটমাধ্যমে পোস্ট করে রাহুল লিখেছেন, ‘খুব কঠিন দু’সপ্তাহ কাটালাম। সফল অস্ত্রোপচার হয়েছে। আশা করছি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব। সেই পথেই এগোনো শুরু করেছি। আমার জন্য প্রার্থনা করার জন্য সকলকে ধন্যবাদ।’

মাসের শুরুতে কুঁচকিতে চোট পান রাহুল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁর নেতৃত্ব দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে দল থেকে ছিটকে যান তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের দলেও তাঁকে রাখা যায়নি। শুক্রবার থেকে শুরু হতে চলা টেস্টে নাও পাওয়া যেতে পারে রোহিত শর্মাকে। গত বছর রাহুল এবং রোহিতই ওপেন করেছিলেন। সেই জুটি এ বার ভেঙে গিয়েছে। পিটিআই সূত্রে খবর, রোহিত না খেললে শুভমন গিলের সঙ্গে ওপেন করবেন চেতেশ্বর পুজারা।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE