এশিয়া কাপের প্রস্তুতি শুরু কোহলীর ফাইল চিত্র
এশিয়া কাপের প্রস্তুতি শুরু করে দিয়েছেন বিরাট কোহলী। আপাতত মুম্বইয়ে রয়েছেন তিনি। সেখানেই অনুশীলন শুরু করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ব্যাটিংয়ের পাশাপাশি ফিটনেসের দিকে বেশি গুরুত্ব দিচ্ছেন কোহলী।
কোহলীর অনুশীলনের ছবি প্রকাশ পেয়েছে নেটমাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে, মুম্বইয়ের বিকেসি কমপ্লেক্সের ইনডোরে একাই অনুশীলন করছেন তিনি। উইকেটের মাঝে দ্রুত দৌড়তে দেখা যাচ্ছে তাঁকে। এ ভাবেই নিজের ফিটনেস ভাল রাখতে চাইছেন কোহলী।
#ViratKohli has started the practice for #AsiaCup 2022 at BKC Complex Mumbai.pic.twitter.com/KkhgGWGYti
— Lakshya Lark (@lakshyalark) August 11, 2022
চলতি বছর ভারতের হয়ে মাত্র চারটি টি-টোয়েন্টি খেলেছেন কোহলী। ২০.২৫ গড়ে করেছেন ৮১ রান। তার মধ্যে একটি অর্ধশতরান রয়েছে। গত আইপিএলেও খুব একটা ভাল খেলতে পারেননি কোহলী। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ১৬টি ম্যাচে ৩৪১ রান করেন তিনি। কোহলীর রানে না থাকা চাপে রেখেছে ভারতীয় দলকে। অক্টোবর মাসে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে ভাল ফল করতে হলে কোহলীকেও ভাল খেলতে হবে। তার আগে এশিয়া কাপকে প্রস্তুতির মঞ্চ হিসাবে দেখছেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy