অস্ট্রেলিয়া সফর ভাল যায়নি ভারতের। ১-৩ সিরিজ় হেরে ফিরতে হয়েছিল। সেই সঙ্গে শেষ হয়ে গিয়েছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্ন। অস্ট্রেলিয়া সফর চলাকালীন বিরাট কোহলির কাছে একটি অনুরোধ নিয়ে গিয়েছিলেন গৌতম গম্ভীর। কিন্তু কোচের অনুরোধ রাখেননি কোহলি। ফলে বাধ্য হয়ে অন্য সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের কোচ।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে পঞ্চম টেস্টে বিশ্রাম নিয়েছিলেন রোহিত শর্মা। ব্যাটিং ফর্ম খারাপ থাকায় না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। জানা গিয়েছে, রোহিত না থাকায় গম্ভীর চেয়েছিলেন কোহলিকে সেই টেস্টের অধিনায়ক করতে। তিনি কোহলিকে অনুরোধও করেছিলেন। কিন্তু সেই অনুরোধ ফিরিয়ে দিয়েছিলেন কোহলি। তিনি অধিনায়ক হতে চাননি।
আরও পড়ুন:
কোহলি রাজি না হওয়ায় জসপ্রীত বুমরাহকে সেই টেস্টের অধিনায়ক করা হয়েছিল। সেই সিরিজ়ে প্রথম টেস্টে ছিলেন না রোহিত। ফলে পার্থে সহ-অধিনায়ক বুমরাহের নেতৃত্বেই খেলতে নেমেছিল ভারতীয় দল। সেই ম্যাচ জিতেছিল ভারত। তার পরেও কেন বুমরাহের বদলে কোহলিকে অধিনায়ক করতে চেয়েছিলেন গম্ভীর। এই প্রশ্নের উত্তর অবশ্য জানা যায়নি।
সিরিজ়ের শুরুটা ভারত ভাল করলেও শেষটা ভাল হয়নি। প্রথম টেস্ট জেতার পর চারটি টেস্টের মধ্যে তিনটি হারে তারা। বৃষ্টিবিঘ্নিত একটি টেস্ট ড্র হয়। ২০১৪ সালের পর থেকে টানা ১০ বছর বর্ডার-গাওস্কর ট্রফি ছিল ভারতের দখলে। এই সময়ের মধ্যে দু’বার অস্ট্রেলিয়ায় গিয়ে তাদের হারায় ভারত। কিন্তু এ বার হয়নি। সিরিজ় হেরে বর্ডার-গাওস্কর ট্রফি খোয়ান রোহিত, কোহলিরা। সিরিজ় শেষে সমালোচনা শুরু হয় রোহিত, কোহলি, গম্ভীরদের নিয়ে। লাল বলের ক্রিকেটে আর কত দিন রোহিত ও কোহলি খেলবেন সেই প্রশ্নও ওঠে। যদিও সে সবের জবাবে তাঁরা জানিয়েছেন, এখনই অবসরের কোনও ভাবনা তাঁদের নেই।