শুভমন গিল। —ফাইল চিত্র।
রবিবার বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চেন্নাইয়ে খেলতে নামবে ভারত। কিন্তু সেই ম্যাচে শুভমন গিলকে পাওয়া যাবে কি না তা স্পষ্ট নয়। তাঁর ডেঙ্গি হয়েছে বলে জানা গিয়েছে।
ভারতীয় ওপেনার খেলতে পারবেন কি না তা জানা যাবে শুক্রবার। তাঁর আরও এক বার পরীক্ষা করা হবে। তার পরেই ঠিক করা যাবে যে, আদৌ শুভমন খেলবেন কি না অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তরুণ ওপেনার এ বারের বিশ্বকাপের আগে ফর্মে থাকার ইঙ্গিত দিয়েছেন। তাঁর উপর ভরসা রাখছে দল। এমন অবস্থায় শুভমন খেলতে না পারলে ধাক্কা খাবে ভারত।
শুভমন যদি একান্তই প্রথম ম্যাচে খেলতে না পারেন, তাহলে ওপেন করতে দেখা যেতে পারে ঈশান কিশনকে। অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে বাঁহাতি ওপেনার খেলতে পারেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। লোকেশ রাহুলও দলে রয়েছেন। এক সময় তিনি ওপেন করতেন রোহিতের সঙ্গে। বিশ্বকাপের প্রথম ম্যাচে সেটাও করতে পারেন রাহুল। তবে মিডল অর্ডারেই রাহুলকে এখন বেশি পছন্দ দলের। তাই ঈশান দলে থাকায় ওপেনার হিসাবে তরুণ বাঁহাতি ব্যাটারকেই দেখা যেতে পারে।
এক দিনের ক্রিকেটে চার বছর আগে অভিষেক হয় শুভমনের। এর মধ্যে ৩৫টি ম্যাচ খেলেছেন তিনি। ছ’টি শতরান রয়েছে তাঁর ৫০ ওভারের ক্রিকেটে। ১৯১৭ রান করেছেন। ভারতের হয়ে টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেটে এখন নিয়মিত ওপেনার শুভমন। বিশ্বকাপের প্রথম ম্যাচে তাঁকে না পাওয়া ভারতীয় দলের কাছে বড় ক্ষতি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy