সুনীল নারাইন, ইউসুফ পাঠানের সঙ্গে কেকেআরে খেলেছেন ঋষি ধাওয়ান (বাঁ দিক থেকে দ্বিতীয়)। —ফাইল চিত্র।
অবসর ঘোষণা করলেন ঋষি ধাওয়ান। সাদা বলের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতীয় অলরাউন্ডার। ১৭ বছরের কেরিয়ার শেষ হল। ৩৪ বছরের এই ক্রিকেটারের জাতীয় দলে অভিষেক হয়েছিল মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে। কলকাতা নাইট রাইডার্সের হয়েও খেলেছেন তিনি।
২০০৭ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছিল ঋষির। ঘরোয়া ক্রিকেটে হিমাচল প্রদেশের হয়ে খেলেছেন তিনি। ২০০৮ সালে প্রথম লিস্ট এ ম্যাচ খেলেছেন ঋষি। কয়েক বছর পরেই ভারত ‘এ’ দলে সুযোগ পান তিনি। ঘরোয়া ক্রিকেটে পরিচিত নাম হলেও জাতীয় দলে মাত্র চারটি ম্যাচ খেলেছেন ঋষি। তার মধ্যে একটি টি-টোয়েন্টি ও তিনটি এক দিনের ম্যাচ। ২০১৬ সালে অস্ট্রেলিয়া সফরে অভিষেক হয়েছিল তাঁর। তখন ভারতের অধিনায়ক ধোনি। সেই বছরই জাতীয় দলে শেষ ম্যাচ খেলেছেন তিনি।
জাতীয় দলে বেশি সুযোগ না পেলেো ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে বেশ সফল ক্রিকেটার ঋষি। ২০২১-২২ মরসুমে তাঁর অধিনায়কত্বে বিজয় হজারে ট্রফি জিতেছিল হিমাচল প্রদেশ। সেই প্রতিযোগিতায় ৪৫৮ রান ও ১৭টি উইকেট নিয়েছিলেন তিনি। ফলে জল্পনা শুরু হয়েছিল যে, ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজ় সফরে আবার জাতীয় দলে ডাক পাবেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত পাননি।
আইপিএলে মোট তিনটি দলের হয়ে খেলেছেন ঋষি। মুম্বই ইন্ডিয়ান্স ও পঞ্জাব কিংসের পাশাপাশি ২০১৭ সালে কেকেআরের হয়ে খেলেছেন তিনি। তবে বেশি সুযোগ পাননি। মুম্বইয়ের হয়ে এক বার আইপিএলও জিতেছেন এই অলরাউন্ডার। ৮১টি প্রথম শ্রেণির ম্যাচে ৩৭২৫ রান করেছেন ঋষি। নিয়েছেন ৩০৯টি উইকেটে। ১০৯টি লিস্ট এ ম্যাচে ২৩৮৫ রান করার পাশাপাশি ১৫৮টি উইকেট নিয়েছেন তিনি। কেরিয়ারে সব মিলিয়ে ১৩৫টি টি-টোয়েন্টি খেলেছেন ঋষি। করেছেন ১৭৪০ রান। নিয়েছেন ১১৮টি উইকেট।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy