রবিচন্দ্রন অশ্বিন। —ফাইল চিত্র
আইপিএলের নিলামের আগে এক ক্রিকেটারকে নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন রবিচন্দ্রন অশ্বিন। সেই ক্রিকেটার এখনও ভারতীয় দলে খেলেননি। আগের বার যে দলে ছিলেন তারা ছেড়ে দিয়েছে তাঁকে। তার পরেও সেই ক্রিকেটার আগামী নিলামে ১২ থেকে ১৩ কোটি টাকা পাবেন বলে মনে করেন অশ্বিন। ভারতের ঘরোয়া সেই ক্রিকেটারের নাম শাহরুখ খান।
জাতীয় দলে সুযোগ না পেলেও ভারতীয় ক্রিকেটে পরিচিত নাম শাহরুখ। গত তিন বছর পঞ্জাব কিংসের হয়ে খেলার পরে এ বারের নিলামের আগে তাঁকে ছেড়ে দিয়েছে পঞ্জাব। সেই শাহরুখই নিলামে ভাল টাকা পাবেন বলে মনে করেন অশ্বিন।
নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিয়োয় অশ্বিন বলেন, ‘‘আমি দেখতে পাচ্ছি শাহরুখকে নিয়ে চেন্নাই সুপার কিংস ও গুজরাত টাইটান্সের মধ্যে লড়াই হবে। ৯ কোটি টাকায় ওকে কিনেছিল পঞ্জাব। এ বার আরও বেশি টাকা পাবে শাহরুখ। ওর দাম ১২ থেকে ১৩ কোটি টাকা উঠতে পারে।’’
শাহরুখের বড় শট খেলার ক্ষমতার জন্যই তাঁর দাম বাড়তে পারে বলে মনে করেন অশ্বিন। ভারতীয় স্পিনার বলেন, ‘‘চেন্নাই ও গুজরাতে মাঝের ওভারে খেলার মতো ভাল ভারতীয় ব্যাটার নেই। তাই শাহরুখের পিছনে ছুটতে পারে ওরা। আরও কয়েকটি দল আগ্রহ দেখাতে পারে ওর দিকে।’’
২০২১ সালের নিলামে শাহরুখকে ৫ কোটি টাকায় কিনেছিল পঞ্জাব। পরের বার শাহরুখকে ছেড়ে দিয়ে আবার নিলামে তাঁকে ৯ কোটি টাকায় কেনে পঞ্জাব। আইপিএলে ৩৩টি ম্যাচে ৪২৬ রান করেছেন শাহরুখ। নিজের প্রতিভা অনুযায়ী না খেলতে পারলেও নিলামে তাঁর দাম বাড়তে পারে বলে মনে করছেন অশ্বিন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy