Advertisement
০৬ নভেম্বর ২০২৪
Ravichandran Ashwin

৬ নজির: কানপুরে বাংলাদেশের বিরুদ্ধে গড়তে পারেন অশ্বিন

চেন্নাইয়ে ম্যাচের সেরা হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। কানপুরে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। সেই টেস্টে ছ’টি নজির গড়তে পারেন ভারতীয় অলরাউন্ডার।

cricket

রবিচন্দ্রন অশ্বিন। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ১৪:২১
Share: Save:

ফর্মে রবিচন্দ্রন অশ্বিন। চেন্নাইয়ে ব্যাট হাতে ১১৩ রান করার পরে বল হাতে ৬ উইকেট নিয়েছেন। ম্যাচের সেরা হয়েছেন তিনি। কানপুরে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। সেই টেস্টে ছ’টি নজির গড়তে পারেন ভারতীয় অলরাউন্ডার।

১) টেস্টের চতুর্থ ইনিংসে প্রথম ভারতীয় হিসাবে ১০০ উইকেট— ভারতীয় বোলারদের মধ্যে টেস্টে চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি উইকেটে মালিক অশ্বিন। কানপুরে চতুর্থ ইনিংসে একটি উইকেট নিলেই ১০০ উইকেট হবে তাঁর। তবে তার জন্য প্রথমে ব্যাট করতে হবে ভারতকে।

২) বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে সর্বাধিক উইকেট— ভারতীয় বোলারদের মধ্যে টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে সবচেয়ে বেশি উইকেট রয়েছে জাহির খানের দখলে। ৩১টি উইকেট নিয়েছেন তিনি। অশ্বিনের রয়েছে ২৯টি উইকেট। অর্থাৎ, আর তিনটি উইকেট নিলেই জাহিরকে টপকে যাবেন অশ্বিন।

৩) ২০২৩-২৫ টেস্ট বিশ্বকাপে সর্বাধিক উইকেট— বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি মরসুমে সবচেয়ে বেশি উইকেট রয়েছে অস্ট্রেলিয়ার জশ হেজ়লউডের দখলে। ৫২টি উইকেট নিয়েছেন তিনি। অশ্বিনের রয়েছে ৪৯টি উইকেট। আর চারটি উইকেট নিলেই অশ্বিনকে টপকে শীর্ষে পৌঁছে যাবেন তিনি।

৪) পাঁচ উইকেটের তালিকায় টপকাবেন শেন ওয়ার্নকে— টেস্টে এক ইনিংসে ৩৭ বার পাঁচটি বা তার বেশি উইকেট নিয়েছেন অশ্বিন। শেন ওয়ার্নেরও ৩৭ বার এই কীর্তি রয়েছে। কানপুরে এক ইনিংসে পাঁচটি উইকেট নিলেই ওয়ার্নকে টপকে যাবেন অশ্বিন। টেস্টে সবচেয়ে বেশি বার এক ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন মুথাইয়া মুরলিধরণ। ৮০ বার এই কীর্তি করেছেন তিনি।

৫) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বাধিক উইকেট— বিশ্ব চেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বাধিক উইকেট রয়েছে অস্ট্রেলিয়ার নেথান লায়নের দখলে। ১৮৭টি উইকেট নিয়েছেন তিনি। অশ্বিন নিয়েছেন ১৮০টি উইকেট। কানপুরে আটটি উইকেট নিলেই সর্বাধিক উইকেটের মালিক হবেন তিনি।

৬) টেস্টের ইতিহাসে সর্বাধিক উইকেটের তালিকায় সপ্তম— টেস্টে অশ্বিনের দখলে রয়েছে ৫২২টি উইকেট। লায়ন নিয়েছেন ৫৩০টি উইকেট। কানপুরে ন’টি উইকেট নিতে পারলেই লায়নকে টপকে টেস্টে সর্বাধিক উইকেট প্রাপকের তালিকায় সাত নম্বরে উঠে যাবেন তিনি।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE