ভারতের এক দিনের দলে প্রথম উইকেটরক্ষক লোকেশ রাহুল। স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন কোচ গৌতম গম্ভীর। ফলে এক দিনের ক্রিকেটে এই মুহূর্তে প্রথম একাদশে জায়গা পাওয়া কঠিন হয়ে গিয়েছে ঋষভ পন্থের।
বুধবার ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ় জিতে নিয়েছে ভারত। সেই ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে উইকেটরক্ষক হিসাবে রাহুলকে এগিয়ে রাখলেন গম্ভীর। ভারতীয় দলের কোচ বলেন, “রাহুল আমাদের এক নম্বর উইকেটরক্ষক। এই মুহূর্তে এটাই বলতে পারি আমি। পন্থ সুযোগ পাবে। কিন্তু রাহুল ভাল খেলছে। দু’জন উইকেটরক্ষক একসঙ্গে খেলাতে পারব না।”
রাহুলকে এক নম্বর উইকেটরক্ষক বললেও তাঁর ব্যাটিং পজিশন নিয়ে নিশ্চিত নন গম্ভীর। এই সিরিজ়ে কখনও তাঁকে ছ’নম্বরে নামানো হয়েছে, কখনও পাঁচ নম্বরে। সাধারণত পাঁচ নম্বরে খেলতেই অভ্যস্ত রাহুল। কিন্তু অক্ষর পটেলকে পাঁচ নম্বরে খেলানো হয়েছে। কিন্তু সেই জায়গায় রাহুলের গড় ভাল। বুধবার পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ২৯ বলে ৪০ রান করেন রাহুল। গম্ভীর যদিও পরিসংখ্যান দেখতে রাজি নন। তিনি বলেন, “আমরা গড় বা পরিসংখ্যান দেখি না। আমরা দেখি কোন জায়গায় কে আমাদের হয়ে সেরাটা দিচ্ছে।”
আরও পড়ুন:
চ্যাম্পিয়ন্স ট্রফির দলে যশস্বী জয়সওয়ালকে রাখা হয়নি। ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁকে প্রথম ম্যাচে খেলানো হয়েছিল। তার পর আর সুযোগ পাননি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রাথমিক দলে রাখা হলেও শেষ পর্যন্ত বাদ পড়তে হয় তরুণ ওপেনারকে। গম্ভীর বলেন, “আমি দলে এমন এক জন বোলার চেয়েছিলাম, যে উইকেট নিতে পারবে। বরুণ চক্রবর্তী আমাদের সেটা দিতে পারবে। যশস্বীর ভবিষ্যৎ উজ্জ্বল। আমরা তো শুধু ১৫ জনকেই নিতে পারব।”
চ্যাম্পিয়ন্স ট্রফিতে জসপ্রীত বুমরাহকে পাবে না ভারত। কিন্তু ভারতীয় দলের প্রধান পেসারকে নিয়ে আলোচনা করতে চাইলেন না গম্ভীর। তিনি বলেন, “বুমরাহ বাদ। আমি এর চেয়ে বেশি কিছু বলতে পারব না। যা বলার জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির চিকিৎসকেরা বলবেন।” গম্ভীরের বক্তব্য, ‘‘কেউ চোট পেলে কিছু করার নেই। আমি কিছু করতে পারব না, অধিনায়কও পারবে না। বুমরা অবশ্যই দলের গুরুত্বপূর্ণ অংশ ছিল। কিন্তু এখন আমাদের হাতে শামি, হর্ষিত, আরশদীপের মতো পেসার আছে। হর্ষিত ইংল্যান্ডের বিরুদ্ধে ভাল বল করেছে।’’
শামিকে নিয়ে গম্ভীর বলেছেন, ‘‘শামির মতো এক জন পেসারের দলে থাকাটা খুব ভাল ব্যাপার। বল হাতে ও কী করতে পারে, সেটা সবাই জানি। আমরা ওর ওয়ার্কলোডের উপরে নজর রাখছি। আশা করব, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সম্পূর্ণ ফিট শামিকে পাওয়া যাবে।’’
লাল বলের ক্রিকেটের সঙ্গে সাদা বলের ক্রিকেটকে মিশিয়ে ফেলতে রাজি নন গম্ভীর। শুভমন গিল ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের ক্রিকেটে সেরা ক্রিকেটার হয়েছেন। তিন ম্যাচে ২৫৯ রান করেছেন। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সে দেশে টেস্টে রান করতে পারেননি। সেই প্রসঙ্গে গম্ভীর বলেন, “আমরা প্রতিটা ইনিংসের পরেই এক জন ক্রিকেটারকে নিয়ে কাটাছেঁড়া করি। এটা ঠিক নয়। শুভমন এখনও তরুণ। টেস্ট ক্রিকেট যথেষ্ট কঠিন। আগামী দিনে ও নিশ্চয়ই সেখানেও ভাল খেলবে।”