Advertisement
২৫ ডিসেম্বর ২০২৪
BGT 2024-25

অশ্বিনের জায়গায় অস্ট্রেলিয়া সফরে যাওয়া হল না ১৩ টেস্ট খেলা ভারতীয় স্পিনারের! কেন, জানালেন রোহিত

অশ্বিনের হঠাৎ অবসরের ফলে ভারতীয় দলে এক জন স্পিনার-অলরাউন্ডার কমে যায়। সেই জায়গায় তনুষ কোটিয়ানকে দলে নেওয়া হয়। তাঁকে দলে নেওয়ার কারণও জানালেন রোহিত শর্মা।

Ravichandran Ashwin

রবিচন্দ্রন অশ্বিন। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ১৫:৩৩
Share: Save:

বর্ডার-গাওস্কর ট্রফির মাঝপথেই অবসর নেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর হঠাৎ অবসরের ফলে ভারতীয় দলে এক জন স্পিনার-অলরাউন্ডার কমে যায়। সেই জায়গায় তনুষ কোটিয়ানকে দলে নেওয়া হয়। তাঁকে দলে নেওয়ার কারণও জানালেন রোহিত শর্মা।

মুম্বইয়ের স্পিনার ভারতের হয়ে এর আগে খেলেননি। হঠাৎ করে তনুষকে দলে নেওয়ায় অবাক হয়েছিলেন অনেকেই। রোহিত মজা করে বলেন, “তনুষ এখানে এক মাস আগে এসেছিল। কুলদীপের (যাদব) ভিসা আছে বলে মনে হয় না। আমরা এমন এক জনকে চাইছিলাম, যে তাড়াতাড়ি দলে যোগ দিতে পারবে। তনুষই একমাত্র তৈরি ছিল। এটা মজা করে বলছিলাম।” রোহিতের সংযোজন, “তনুষ অস্ট্রেলিয়ায় খেলেছে। ভাল ক্রিকেটার। গত ১-২ বছরে ঘরোয়া ক্রিকেটেও ভাল খেলেছে। আমরা সত্যিই দলে এক জন বাড়তি স্পিনার চাইছিলাম। কারণ সিডনিতে দু’জন স্পিনার খেলানোর দরকার হতে পারে।”

২৬ বছরের তনুষ মুম্বইয়ের হয়ে খেলেন। বিজয় হজারে ট্রফি খেলার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। সেই সময়ই ভারতীয় দলে ডাক পেলেন। তনুষ যেমন বল করতে পারেন, তেমনই ব্যাটও করতে পারেন। ঘরোয়া ক্রিকেটে তিনি মুম্বইয়ের অন্যতম ভরসা। রঞ্জি ট্রফিতে গত মরসুমে ৫০২ রান করেছিলেন। সেই সঙ্গে ২৯টি উইকেট নিয়েছিলেন।

অনেকের প্রশ্ন ছিল অক্ষর পটেল, কুলদীপকে ছেড়ে কেন তনুষকে দলে ডাকা হল। সেই প্রসঙ্গে রোহিত বলেন, “কুলদীপ ১০০ শতাংশ সুস্থ নয়। ওর হার্নিয়ার অস্ত্রোপচার হয়েছে। আর অক্ষর সদ্য বাবা হয়েছে। ও আসতে পারবে না। এমন অবস্থায় তনুষই সেরা বিকল্প। ঘরোয়া ক্রিকেটে ভাল খেলেছে। মুম্বইকে রঞ্জি জেতানোর ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিল ও। অলরাউন্ডার হিসাবে বড় ভূমিকা নিয়েছিল। আমাদের দলের ফাঁকগুলো পূরণ করতে পারবে তনুষ।” ভারত এ দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন তনুষ। যে কারণে অস্ট্রেলিয়ার পরিবেশের সঙ্গে তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবেন বলে মনে করা হচ্ছে।

অন্য বিষয়গুলি:

BGT 2024-25 Rohit Sharma Team India Tanush Kotian Kuldeep Yadav
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy