Advertisement
০৫ নভেম্বর ২০২৪
ICC ODI World Cup 2023

অর্ধশতরান না হলেও আউট হওয়ার আগে রেকর্ড গড়ে গেলেন রোহিত, কী নজির গড়লেন ভারত অধিনায়ক

ওয়াংখেড়েতে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের সেমিফাইনালে রেকর্ড গড়লেন রোহিত। মুম্বই তাঁর ঘরের মাঠ। সেখানেই রেকর্ড গড়লেন রোহিত।

Rohit Sharma

রোহিত শর্মা। ছবি: পিটিআই।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৩ ১৪:৫৫
Share: Save:

এক দিনের বিশ্বকাপে সব থেকে বেশি ছক্কা মারার রেকর্ড গড়লেন রোহিত শর্মা। টপকে গেলেন ক্রিস গেলকে। ওয়াংখেড়েতে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের সেমিফাইনালে রেকর্ড গড়লেন রোহিত। মুম্বই তাঁর ঘরের মাঠ। সেখানেই রেকর্ড গড়লেন রোহিত।

এত দিন পর্যন্ত বিশ্বকাপে সব থেকে বেশি ছক্কা মারার রেকর্ড ছিল গেলের দখলে। ক্যারিবিয়ান ব্যাটার ৪৯টি ছক্কা মেরেছিলেন এক দিনের বিশ্বকাপে। রোহিত তাঁকে টপকে মারলেন ৫০টি ছক্কা। ২৭টি ইনিংস খেলে ৫১টি ছক্কা মারলেন তিনি।

বুধবার চারটি ছক্কা মারেন রোহিত। তাঁর ৪৭ রানের ইনিংসে ছিল চারটি ছক্কা। এর মধ্যে তৃতীয় ছক্কাটি মেরে গেলের রেকর্ড ভাঙেন রোহিত। ৪.২ ওভারে রোহিত বিশ্বকাপে নিজের ৫০তম ছক্কাটি মারেন। দ্রুত রান তুলছিলেন তিনি।

বিশ্বকাপে সব থেকে বেশি ছক্কা মারার তালিকায় গেলের পরে রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। এ বারের বিশ্বকাপে দ্বিশতরান করা অস্ট্রেলিয়ার ক্রিকেটার বিশ্বকাপে ৪৩টি ছক্কা মেরেছেন। দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স মেরেছেন ৩৭টি ছক্কা। ডেভিড ওয়ার্নারও ৩৭টি ছক্কা মেরেছেন। ওয়ার্নারের পক্ষে রোহিতকে ছোঁয়া বেশ কঠিন। তবে ম্যাক্সওয়েল টক্কর দিতে পারেন রোহিতকে।

রোহিত এ বারের বিশ্বকাপে আক্রমণাত্মক ভাবেই খেলছেন। প্রতি ম্যাচেই রান করেছেন তিনি। শতরানও করেছেন। সেমিফাইনালেও ভারতকে ভাল শুরু দিলেন রোহিত। যদিও অর্ধশতরান করতে পারেননি। ২৯ বলে ৪৭ রান করে আউট হয়ে গিয়েছেন রোহিত।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE