Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Rahul Dravid

Dravid on Wriddhiman: ঋদ্ধিকে শ্রদ্ধা করি, কিন্তু আমার সব কথা ওর ভাল লাগবে এমন নয়: দ্রাবিড়

শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট দলে রাখা হয়নি ঋদ্ধিকে। এর পরই মুখ খোলেন তিনি। বলেন ভারতীয় দলের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে আগামী দিনে তাঁকে ভাবা হচ্ছে না। রবিবার দ্রাবিড় বলেন, ‘‘ভারতীয় দলে এই মুহূর্তে এক নম্বর উইকেটরক্ষক ঋষভ পন্থ। তাঁকে সুযোগ দিতেই হবে।’’

ঋদ্ধিমান সাহা এবং রাহুল দ্রাবিড়।

ঋদ্ধিমান সাহা এবং রাহুল দ্রাবিড়। —ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২২ ০০:৩৬
Share: Save:

ঋদ্ধিমান সাহাকে জানিয়ে দেওয়া হয়েছিল যে তাঁকে ভারতীয় দলে আর ভাবা হচ্ছে না। শনিবার এমনটাই জানিয়েছিলেন বাংলার উইকেটরক্ষক। রবিবার রাতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সাংবাদিক বৈঠকে এসে শুরুতে সেই প্রশ্নের মুখেই পড়তে হল রাহুল দ্রাবিড়কে।

সাংবাদিক বৈঠকে দ্রাবিড়কে প্রশ্ন করা হয়, ‘‘ঋদ্ধি বলেছেন তাঁকে আপনি জানিয়ে দিয়েছেন যে কেরিয়ার নিয়ে অন্য কিছু ভাবতে। সাজঘরের সেই কথা বাইরে চলে এসেছে আপনি শুনেছেন?’’ জয়ের তৃপ্তি নিয়ে সাংবাদিক বৈঠকে বসে এই তেঁতো প্রশ্নের সম্মুখীন হতে হবে তা বোধ হয় ভাবেননি ভারতীয় ক্রিকেটের ‘দ্য ওয়াল’। তাই শুরুতে তাঁর ভ্রুকুঞ্চিত হয়। কিন্তু সঙ্গে সঙ্গেই সামলে নেন তিনি। ব্যঙ্গাত্মক হাসি হেসে দ্রাবিড় বলতে শুরু করেন, ‘‘ধন্যবাদ সিরিজ জয়ের শুভেচ্ছা জানানোর জন্য। না আমি শুনিনি ঋদ্ধি কী বলেছে। আমি ওকে শ্রদ্ধা করি। ভারতীয় ক্রিকেটে ও অবদান রেখেছে। তবে আমাকে ক্রিকেটারদের অনেক কথাই বলতে হয়। সেগুলি যে সব সময় তাদের ভাল লাগবে এমনটা নয়। কিন্তু আমি পুরো বিষয়টা স্পষ্ট ভাবেই তাদের সামনে তুলে ধরতে চাই। তাদের ভাল না লাগলেও আমি বলব। তাই কঠিন কথাবার্তা ক্রিকেটারদের সঙ্গে বলতে হয়। আমি আশা করি না ক্রিকেটাররা সেটা ভালবেসে নেবে।’’

শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট দলে রাখা হয়নি ঋদ্ধিকে। এর পরই মুখ খোলেন তিনি। বলেন ভারতীয় দলের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে আগামী দিনে তাঁকে ভাবা হচ্ছে না। রবিবার দ্রাবিড় বলেন, ‘‘ভারতীয় দলে এই মুহূর্তে এক নম্বর উইকেটরক্ষক ঋষভ পন্থ। তাঁকে সুযোগ দিতেই হবে।’’

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে সিরিজ জিতল ভারত। রাহুল দ্রাবিড় বলেন, ‘‘ভারতীয় দলের কোচ হয়ে অনেক কিছু শিখেছি। এখনও শিখছি। নিজেকে আরও উন্নত করার চেষ্টা করব।’’ তৃতীয় ম্যাচে বেঙ্কটেশ আয়ার বড় ভূমিকা নেন। ব্যাট হাতে যেমন রান করেন, তেমনই দীপক চাহার চোট পেয়ে বার হয়ে যাওয়ার পর বলও করেন তিনি। দ্রাবিড় বলেন, ‘‘আমরা জানি আইপিএল-এ বেঙ্কটেশ ওপেন করে। কিন্তু ভারতীয় দলে ওর কাজ কী সেটা ওকে স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া হয়েছে। সেই কাজটাই করছে বেঙ্কটেশ। ষষ্ঠ বোলারকে অধিনায়কের প্রয়োজন হতেও পারে আবার নাও হতে পারে। কিন্তু যখন প্রয়োজন হবে, তখন কঠিন পরিস্থিতির মধ্যেই বল করতে হবে তাঁকে। সেই কাজটাই ভাল ভাবে করছে বেঙ্কটেশ।’’

ভারতীয় দলে একাধিক নতুন মুখ। ভারতীয় কোচ বলেন, ‘‘আমরা সকলকেই সুযোগ দিতে চাই। তবে একটা ম্যাচ বা সিরিজ দেখে তাঁর সম্পর্কে ধারণা করতে চাই না। এই দলে কারও ব্যাটিং অর্ডার নির্দিষ্ট নয়। পরিস্থিতি অনুযায়ী তা পাল্টে যেতেই পারে। টি-টোয়েন্টি ক্রিকেট খুব সোজা নয়, এখানে সব পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE