Advertisement
০৬ নভেম্বর ২০২৪
ভারতীয় দলের উল্লাস

ভারতীয় দলের উল্লাস ছবি: টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২২ ২১:৩৪
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২২ ২১:৩৪ key status

ম্যাচ জিতল ভারত

ওয়েস্ট ইন্ডিজকে ১৯৩ রানে থামিয়ে দিয়ে ৪৪ রানে ম্যাচ জিতে গেল ভারত। 

timer শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২২ ২০:৫২ key status

শার্দুল ফেরালেন় আকিলকে

৩৪ রানের মাথায় আকিল হুসেনকে আউট করলেন শার্দুল। ৮ উইকেট পড়ল ওয়েস্ট ইন্ডিজের। 

Advertisement
timer শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২২ ২০:৪৭ key status

আউট অ্যালেন

ফ্য়াবিয়েন অ্যালেনকে আউট করলেন মহম্মদ সিরাজ। ১৫৯ রানে ৭ উইকেট পড়ল ওয়েস্ট ইন্ডিজের। 

timer শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২২ ২০:৩৩ key status

জিততে ১০০ রান দরকার ওয়েস্ট ইন্ডিজের

৩৬ ওভারে ৬ উইকেটে ১৩৮ রান ওয়েস্ট ইন্ডিজের। এখনও জিততে ১০০ রান দরকার তাদের। 

timer শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২২ ২০:০৭ key status

প্রথম উইকেট নিলেন দীপক হুডা

এক দিনের ক্রিকেটে প্রথম উইকেট নিলেন দীপক হুডা। ৪৪ রানের মাথায় শামার ব্রুকসকে আউট করলেন তিনি। ১১৭ রানে ৬ উইকেট পড়ল ওয়েস্ট ইন্ডিজের।

timer শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২২ ১৯:৫৭ key status

১০০ পার ওয়েস্ট ইন্ডিজের

২৮ ওভারে ৫ উইকেটে ১০২ রান ওয়েস্ট ইন্ডিজের। এখনও জয়ের জন্য দরকার ১৩৬ রান। 

Advertisement
timer শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২২ ১৯:৩০ key status

আউট হোল্ডার

শার্দুল ঠাকুরের বলে আউট জেসন হোল্ডার। ৫ উইকেট পড়ে গেল ওয়েস্ট ইন্ডিজের। 

timer শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২২ ১৯:২০ key status

৩ উইকেট নিলেন প্রসিদ্ধ

বল করতে ফিরেই ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক নিকোলাস পুরানকে ৯ রানের মাথায় আউট করলেন প্রসিদ্ধ কৃষ্ণ। 

timer শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২২ ১৯:০২ key status

আউট হোপ

যুজবেন্দ্র চহালের বলে ২৭ রান করে আউট হোপ। ৫২ রানের মাথায় তৃতীয় উইকেট পড়ল ওয়েস্ট ইন্ডিজের। 

timer শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২২ ১৮:৩৫ key status

আউট ব্র্যাভো

দ্বিতীয় উইকেট নিলেন প্রসিদ্ধ। ১ রান করে আউট ড্যারেন ব্র্যাভো। 

timer শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২২ ১৮:২১

উইকেট পেলেন প্রসিদ্ধ

ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ধাক্কাটা দিলেন প্রসিদ্ধ কৃষ্ণ। বল করতে এসেই উইকেট তুলে নিলেন তিনি। ব্রেন্ডন কিংকে ফিরিয়ে দিলেন প্রসিদ্ধ।

timer শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২২ ১৮:১৮

৭ ওভারে ৩১ রান ওয়েস্ট ইন্ডিজের

এখনও পর্যন্ত কোনও উইকেট হারায়নি ওয়েস্ট ইন্ডিজ। ৭ ওভারে ৩১ রান তুলে নিয়েছে তারা।

timer শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২২ ১৭:২৫ key status

২৩৭ রানে শেষ ভারতের ইনিংস

দ্বিতীয় এক দিনের ম্যাচে প্রথমে ব্যাট করে ভারতের স্কোর ২৩৭/৯। জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ২৩৮ রান।

timer শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২২ ১৭:২৪

আউট দীপক

দ্রুত রান তুলছিলেন দীপক হুডা। কিন্তু ২৫ বলে ২৯ রান করে আউট হলেন তিনি।

timer শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২২ ১৭:২৩

আউট সিরাজ

ফের ভারতকে ধাক্কা দিলেন জোসেফ। তুলে নিলেন সিরাজকে। মাত্র ৩ রান করেন তিনি।

timer শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২২ ১৭:২২

রান পেলেন না শার্দূল

মাত্র ৮ রান করেই আউট শার্দূল। জোসেফের বলে ক্যাচ দিলেন ব্রুকসকে।

timer শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২২ ১৭:২০

ফিরলেন ওয়াশিংটন

বড় শট খেলতে গিয়ে আউট হলেন ওয়াশিংটন। ২৪ রান করেন তিনি।

timer শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২২ ১৬:২৮

আউট সূর্য

৬৪ রান করে আউট হলেন সূর্য। সুইপ মারতে গিয়ে ক্যাচ দিলেন তিনি। পঞ্চম উইকেট হারাল ভারত।

timer শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২২ ১৬:২৭

অর্ধশতরান সূর্যর

পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে অর্ধশতরান করলেন সূর্যকুমার। তাঁর ব্যাটই ভরসা হয়ে উঠেছে ভারতের।

timer শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২২ ১৫:৫৫ key status

রান আউট হলেন রাহুল

ভেঙে গেল জুটি। নিজেদের ভুলে আউট হলেন লোকেশ রাহুল। রান নিতে গিয়ে হঠাৎ থমকে গিয়ে দৌড়তে শুরু করলেন তিনি। কিন্তু উইকেটরক্ষকের হাতে বল পৌঁছে গেল রাহুল ক্রিজে ঢোকার আগেই। ৪৯ রানে আউট হলেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE