Advertisement
১৯ ডিসেম্বর ২০২৪
প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেই ৪ উইকেট তুলে নিলেন শিবম মাভি।

প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেই ৪ উইকেট তুলে নিলেন শিবম মাভি। ছবি: টুইটার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৩ ০৫:৫১
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৩ ২২:৪৭ key status

১৬০ রানে শেষ শ্রীলঙ্কার ইনিংস

ইনিংসের শেষ বলে দশম উইকেট হারাল শ্রীলঙ্কা

timer শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৩ ২২:২৭ key status

শ্রীলঙ্কা ১৩৪/৮

১৮ ওভার শেষ। উইকেটে রয়েছেন করুণারত্নে (৫) এবং রাজিথা (শূন্য)।

Advertisement
timer শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৩ ২২:২৫ key status

আউট থিকশানা

চতুর্থ উইকেট নিলেন শিবম। ১ রান করলেন থিকশানা। জয়ের জন্য ১৪ বলে ৩১ রান দরকার শ্রীলঙ্কার।

timer শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৩ ২২:২১ key status

শ্রীলঙ্কা ১৩১/৭

১৭ ওভার শেষ। উইকেটে রয়েছেন থিকশানা (১) এবং করুণারত্নে (৩)।

timer শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৩ ২২:১৮ key status

আউট শনকা

৪৫ রান করে আউট শ্রীলঙ্কার অধিনায়ক। জয়ের জন্য ২০ বলে ৩৪ রান চাই শ্রীলঙ্কার।

timer শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৩ ২২:১১ key status

শ্রীলঙ্কা ১২৩/৬

১৬ ওভার শেষ। উইকেটে রয়েছেন শনকা (৩৯) এবং করুণারত্নে (২)।

Advertisement
timer শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৩ ২২:০৪ key status

আউট হাসরঙ্গ

তৃতীয় উইকেট শিবমের। ১০ বলে ২১ রান করলেন হাসরঙ্গ। শ্রীলঙ্কা ৬ উইকেটে ১০৮।

timer শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৩ ২২:০১ key status

শ্রীলঙ্কা ১০৭/৫

১৪ ওভার শেষ। উইকেটে রয়েছেন শনকা (২৫) এবং হাসরঙ্গ (২১)।

timer শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৩ ২১:৫০ key status

শ্রীলঙ্কা ৮০/৫

১২ ওভার শেষ। উইকেটে রয়েছেন শনকা (১৮) এবং হাসরঙ্গ (১)।

timer শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৩ ২১:৪৫

আউট রাজাপক্ষ

শ্রীলঙ্কার জয়ের জন্য চাই ৫৫ বলে ৯৫ রান। ১০ করে হর্ষলের বলে আউট রাজাপক্ষ।

timer শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৩ ২১:৩৬ key status

শ্রীলঙ্কা ৫৭/৪

৯ ওভার শেষ, ২২ গজে রয়েছেন রাজাপক্ষ (৬) এবং শনকা (১)।

timer শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৩ ২১:৩২ key status

আউট মেন্ডিস

হর্ষলের বলে ২৮ রান করে আউট মেন্ডিস, শ্রীলঙ্কা ৪ উইকেটে ৫২।

timer শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৩ ২১:২৮ key status

আউট আশালঙ্কা

উমরানের বলে আউট আশালঙ্কা, শ্রীলঙ্কা ৩ উইকেটে ৪৭ রান।

timer শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৩ ২১:১৯ key status

শ্রীলঙ্কা ৩৫/২

৬ ওভার শেষ, ২২ গজে রয়েছেন মেন্ডিস (২০) এবং আশালঙ্কা (৪)।

timer শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৩ ২১:১০ key status

আউট ডি সিলভা

৮ রান করে শিবমের বলে আউট ডি সিলভা। শ্রীলঙ্কা ২ উইকেটে ২৪ রান। ৪ ওভার শেষ।

timer শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৩ ২১:০৫ key status

শ্রীলঙ্কা ১৬/১

৩ ওভার শেষ। উইকেটে রয়েছেন মেন্ডিস (১৪) এবং ডি সিলভা (শূন্য)।

timer শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৩ ২০:৫৯ key status

প্রথম উইকেট হারাল শ্রীলঙ্কা

অভিষেক ম্যাচে প্রথম ওভারেই উইকেট পেলেন শিবম। আউট হলেন নিশঙ্ক। শ্রীলঙ্কা ১২ রানে ১ উইকেট। ২ ওভার শেষ।

timer শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৩ ২০:৫৪ key status

ক্যাচ ছাড়লেন সঞ্জু

কুশল মেন্ডিসের ক্যাচ ছাড়লেন সঞ্জু স্যামসন। ঝাঁপিয়ে ক্যাচ তালুবন্দি করেন তিনি। কিন্তু মাটিতে পড়ার সময় হাত থেকে বল বেরিয়ে যায়। 

timer শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৩ ২০:৩৯ key status

ভারত ১৬২/৫

২০ ওভার শেষ। হুডা ৪১ এবং অক্ষর ৩১ রান করে অপরাজিত থাকলেন। জয়ের জন্য শ্রীলঙ্কাকে করতে হবে ১৬৩ রান।

timer শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৩ ২০:৩৪ key status

ভারত ১৪৯/৫

১৯ ওভার শেষ, খেলছেন হুডা (২৯) এবং অক্ষর (৩০)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy