দলে ফিরে উত্তেজিত জাডেজা ফাইল ছবি
চোট সারিয়ে আবার ভারতীয় দলে ফিরলেন রবীন্দ্র জাডেজা। দু’মাস চোটের কারণে তিনি খেলতে পারেননি। মাঝের সময়টা জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করে কাটিয়েছেন। শেষ বার নিউজিল্যান্ডের বিরুদ্ধে কানপুর টেস্টে খেলেছিলেন তিনি। বাঁ হাত ফুলে গিয়েছিল তাঁর।
ভারতীয় ক্রিকেটে তিন ফরম্যাটেই অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় জাডেজা। দলে ফিরে উত্তেজিত তিনি। বিসিসিআই-এর পোস্ট করা এক ভিডিয়োয় বলেছেন, “জাতীয় দলে ফিরতে পেরে ভাল লাগছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি এবং টেস্ট সিরিজ খেলার জন্য মুখিয়ে রয়েছি। দু’মাস পরে অবশেষে নিজেকে অনেকটা সুস্থ লাগছে। অবশেষে ভারতের হয়ে আবার নামতে পারব।”
💬 💬 "I'm excited to be back and raring to go."
— BCCI (@BCCI) February 23, 2022
Say Hello to all-rounder @imjadeja and vice-captain @Jaspritbumrah93 as they join #TeamIndia for the Sri Lanka series. 👋 👋@Paytm | #INDvSL pic.twitter.com/gpWG3UESjv
মঙ্গলবার অনুশীলন করেছেন জাডেজা। সম্পূর্ণ সুস্থ হয়েই যে মাঠে নামতে চেয়েছিলেন, সেটা পরিষ্কার করে দিয়েছেন তিনি। জাডেজা বলেছেন, “ঠিক করে রিহ্যাব করার দিকে জোর দিয়েছিলাম। এনসিএ-তে ফিট হওয়ার জন্য নিজেকে নিংড়ে দিয়েছি। আজ প্রথম বার অনুশীলনে নামতে পেরে বেশ ভাল লাগছে।”
জাডেজার পাশাপাশি যশপ্রীত বুমরাও দুটি ফরম্যাটেই দলে ফিরেছেন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। শুভমন গিলও দলে ফিরেছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy