Advertisement
০৮ নভেম্বর ২০২৪
Team India

India vs South Africa 2022: ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ কবে? কটকের বরাবাটী স্টেডিয়াম তালগোল পাকিয়ে দিল সব

ম্যাচ রবিবার। কটকের স্টেডিয়ামে শনিবার মাঠ ভর্তি দর্শক। ভুল করে মাঠে এলেন এত দর্শক? অবাক ভারতীয় ক্রিকেট বোর্ড।

ছবি: টুইটার থেকে

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১১ জুন ২০২২ ১৯:৫৭
Share: Save:

মাঠ ভর্তি লোক। বল করছেন উমরান মালিক। ব্যাট করছেন ঋষভ পন্থ। ভারতীয় দলের ম্যাচ শনিবার? কটকের বরাবাটী স্টেডিয়াম দেখলে এমন ভুল হতেই পারে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ কটকে। সেই ম্যাচ রবিবার। ম্যাচের আগে শনিবার অনুশীলনে নেমেছিলেন পন্থরা। কটকের মাঠে অনুশীলন দেখার জন্যই ভিড় করেছিলেন সমর্থকরা। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সেই ছবি টুইট করা হয়। বিসিসিআই লেখে, ‘ম্যাচ নয়, তবুও মনে হচ্ছে আজকেই ম্যাচ। ভারতীয় দলের অনুশীলন দেখার জন্য কটকে মাঠ ভর্তি সমর্থক।’

দিল্লিতে প্রথম ম্যাচে সাত উইকেটে হারে ভারত। ২১১ রান তুলেও হারতে হয় পন্থদের। লোকেশ রাহুল চোট পেয়ে ছিটকে যাওয়ায় এই সিরিজে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন তরুণ উইকেটরক্ষক। সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে গিয়েছে ভারত।

কটকের মাঠে সিরিজে সমতা ফেরানোই লক্ষ্য হবে ভারতের। রবিবার পন্থের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামবে ভারত। সেই সময়ও এই বিশাল সমর্থককে মাঠে চাইবেন পন্থরা।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE