উইকেট নেওয়ার উচ্ছ্বাস শাহবাজ়ের। ছবি: টুইটার থেকে
ভারতের জার্সিতে প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন শাহবাজ় আহমেদ। পাওয়ার প্লে-তেই বল করার দায়িত্ব দেওয়া হয় তাঁকে। বাঁহাতি স্পিনার শাহবাজ় যদিও এই কঠিন পরীক্ষার মুখে ঘাবড়ে যাননি। তাঁর বোলিং দেখে ধারাভাষ্যকাররাও বলছিলেন যে, মনেই হচ্ছে না প্রথম ম্যাচ খেলছে। ম্যাচ শেষে শাহবাজ়ের প্রশংসা করলেন শিখর ধাওয়ানও।
ভারতের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমে ১০ ওভার বল করে একটি উইকেট নিয়ে দিলেন ৫৪ রান। অলরাউন্ডার শাহবাজ়ের বোলিংয়ে মুগ্ধ অধিনায়ক ধাওয়ান। তিনি বলেন, “দলের বোলারদের নিয়ে আমি খুশি। বিশেষ করে শাহবাজ়। প্রথম ১০ ওভারের মধ্যে ও যে ভাবে বল করেছে এবং উইকেট এনে দিয়েছে সেটার প্রশংসা করতেই হবে।” বাংলার অলরাউন্ডারের প্রথম আন্তর্জাতিক শিকার দক্ষিণ আফ্রিকার জানেমন মালান।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭ উইকেটে ম্যাচ জেতে ভারত। বল হাতে ২৭৮ রানে দক্ষিণ আফ্রিকাকে আটকে রাখার কৃতিত্ব বোলারদের। ব্যাট হাতে সহজ জয় এনে দিলেন শ্রেয়স আয়ার এবং ঈশান কিশন। ম্যাচ শেষে ধাওয়ান বলেন, “টস হেরেও কোনও ক্ষতি হয়নি। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কেশব মহারাজকে ধন্যবাদ। ঈশান এবং শ্রেয়স যে ভাবে জুটিটা গড়ল, সেটা দেখার মতো। বল ব্যাটে ঠিক মতো আসছিল, কিন্তু একটু নিচু হয়ে যাচ্ছিল। আমাদের তাই লক্ষ্য ছিল প্রথম ১০ ওভারে মেরে রান তোলা। কিন্তু শিশির পড়তে শুরু করতেই ম্যাচ ঘুরে গেল। বল স্কিড করে যাচ্ছিল। তাই ব্যাকফুটে খেলা সহজ হয়ে গেল।”
That First Wicket Feeling! 🙌 🙌
— BCCI (@BCCI) October 9, 2022
Here's how debutant Shahbaz Ahmed scalped his maiden wicket in international cricket 🎥 🔽 #TeamIndia | @mastercardindia
Follow the match ▶️ https://t.co/6pFItKiAHZ
Don’t miss the LIVE coverage of the #INDvSA match on @StarSportsIndia. pic.twitter.com/Rq9vRyEWCo
রাঁচীতে জিতে সিরিজ়ে সমতা ফেরাল ভারত। মঙ্গলবার শেষ ম্যাচ দিল্লিতে। সেই ম্যাচ জিতলেই সিরিজ় পকেটে ভারতের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy