—ফাইল চিত্র
ভারতের চিন্তার কারণ ক্লাসেন। তাঁর সঙ্গে ক্রিজে মিলার।
তিন উইকেট হারিয়েও লড়াই করছে দক্ষিণ আফ্রিকা। ক্রিজে বাভুমা এবং ক্লাসেন।
গত ম্যাচে ভারতীয় বোলারদের ধ্বংস করা ডুসেনকে ফিরিয়ে দিলেন ভুবনেশ্বর। তিন উইকেট পেলেন তিনি। মাত্র এক রান করে আউট ডুসেন।
পাঁচ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২৮ রান। ওপেনার হেনড্রিক্স এবং তিন নম্বরে নামা প্রিটোরিয়াস ফিরে গিয়েছেন ভুবনেশ্বরের বলে।
এক উইকেট হারিয়ে চাপে দক্ষিণ আফ্রিকা। প্রথম ২ ওভারে উঠল মাত্র ৯ রান।
প্রথম ওভারেই উইকেট পেল ভারত। ভুবনেশ্বরের বলে ছিটকে গেল হেনড্রিক্সের উইকেট।
শুরু থেকে পর পর উইকেট হারিয়ে চাপে ছিল ভারত। শেষ তিন ওভারে ৩৬ রান ওঠাও কিছুটা লড়াই করার মতো জায়গায় ভারত।
কার্তিক এবং হর্ষলের ব্যাটে ভর করে লড়াই করার মতো স্কোর তুলল ভারত। কার্তিক অপরাজিত ৩০ রানে। হর্ষল করেন ১২ রান।
অক্ষরের উইকেট উড়িয়ে দিলেন নোখিয়া। ১৭ ওভার শেষে ভারতের স্কোর ১১২। ক্রিজে কার্তিক।
৪০ রানে আউট শ্রেয়স। প্রিটোরিয়াসের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিলেন তিনি।
Shreyas Iyer is the Top Performer from the first innings for his knock of 40 off 35 deliveries.
— BCCI (@BCCI) June 12, 2022
A look at his batting summary here 👇👇@Paytm #INDvSA pic.twitter.com/tVHVLiKIlF
ডান দিকে ঝাঁপিয়ে প্রায় ধরেই ফেলেছিলেন। কিন্তু বল হাতে রাখতে পারলেন না দক্ষিণ আফ্রিকার পেসার। বেঁচে গেলেন ঈশান।
১৪ বলে ১৯ রান ঈশানের। নোখিয়াকে এক ওভারে দু'টি ছয় মারলেন তিনি।
রাবাডা দ্বিতীয় ওভারে দিলেন মাত্র এক রান। তিন ওভারে ভারত তুলল ১২ রান।
প্রথম ওভারেই উইকেট হারাল ভারত। রাবাডার বলে ক্যাচ দিলেন রুতুরাজ। মাত্র তিন রান উঠল প্রথম ওভারে।
প্রথম টি-টোয়েন্টি ম্যাচে যে দল ছিল, কটকেও সেও একাদশ নিয়েই মাঠে নামছে ভারত। জায়গা হল না উমরান মালিকের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy