ছবি: টুইটার থেকে
শ্রেয়সের শতরানে ভর করে ম্যাচ জিতল ভারত। সঙ্গে ঈশানের ৯৩ রানের ইনিংস।
শ্রেয়সের ব্যাটে শতরান। ভারতকে জয়ের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি।
ঈশানদের জুটি ভাঙলেন কেশব মহারাজ। ৯৩ রান করে আউট হলেন তরুণ ব্যাটার। শতরানের মুখ থেকে ফিরলেন ঈশান।
ভারতের ভরসা হয়ে উঠলেন ঈশান এবং শ্রেয়স। দু'জনেই অর্ধশতরান করলেন। ১০০ রানের জুটি গড়েন দু'জনে।
1⃣0⃣0⃣-run partnership! 💪 💪@ishankishan51 & @ShreyasIyer15 putting up a show. 👏 👏#TeamIndia 154/2 after 27 overs.
— BCCI (@BCCI) October 9, 2022
Follow the match ▶️ https://t.co/6pFItKAJW7 #INDvSA pic.twitter.com/pSr6l48Biv
ধীরে সুস্থে ইনিংস গড়ছেন ঈশান (২৪ রানে অপরাজিত) এবং শ্রেয়স (২৯ রানে অপরাজিত)। জিততে হলে প্রয়োজন ১৮৩ রান।
ইনিংস গড়ার চেষ্টায় শ্রেয়স এবং ঈশান। ২০৪ রানে পিছিয়ে ভারত।
ক্রিজে ঈশান কিশান (৫ রানে অপরাজিত) এবং শ্রেয়স আয়ার (৭ রানে অপরাজিত)।
নিজের বলে নিজেই ক্যাচ নিলেন রাবাডা। ২৬ বলে ২৮ রান করে সাজঘরে ফিরলেন শুভমন।
পার্নেলের বলে বোল্ড ধাওয়ান। ২০ বলে ১৩ রান করে আউট ভারতের অধিনায়ক।
প্রথম পাঁচ ওভারে কোনও উইকেট না হারিয়ে ২৬ রান তুললেন শিখর ধাওয়ান এবং শুভমন গিল।
টি-টোয়েন্টি ক্রিকেটে ডেথ ওভারে বার বার সমস্যায় পড়ছিল ভারত। এক দিনের ক্রিকেটে ভারতের সেই চিন্তা দূর করে দিলেন সিরাজ। তাঁর সঙ্গী হলেন শার্দূল ঠাকুর। ভারতীয় বোলারদের দাপটে হাতে উইকেট থাকলেও শেষ ১০ ওভারে দক্ষিণ আফ্রিকার উঠল মাত্র ৫৭ রান। ভারতের সামনে ২৭৯ রানের লক্ষ্য রাখল দক্ষিণ আফ্রিকা।
Innings Break!
— BCCI (@BCCI) October 9, 2022
South Africa post 278/7 on the board.
3⃣ wickets for @mdsirajofficial
1⃣ wicket each for @imkuldeep18, Shahbaz Ahmed, @Sundarwashi5 & @imShard
Over to #TeamIndia batters now. 👍 👍
Scorecard ▶️ https://t.co/6pFItKAJW7 #INDvSA pic.twitter.com/letjriOxaV
শেষ বেলায় উইকেট নিলেন শার্দূল ঠাকুর। ওয়েন পার্নেলকে ফিরিয়ে দিলেন তিনি। ২২ বলে ১৬ রান করে আউট পার্নেল।
ক্রিজে জমে ওঠার চেষ্টা করছেন মিলার এবং পার্নেল। ৪০ ওভার শেষে ২২১ রানে পাঁচ উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।
ক্রিজে জমে যাওয়া দুই ব্যাটারকেই ফিরিয়ে দিল ভারত। ওয়াশিংটন সুন্দরের বলে শিখর ধাওয়ানের হাতে ক্যাচ দিলেন এডেন মার্করাম।
কুলদীপ যাদবের বলে ক্যাচ দিলেন ক্লাসেন। দৌড়ে এসে সেই ক্যাচ ধরলেন সিরাজ। ২৬ বলে ৩০ রান করে আউট ক্লাসেন।
শাহবাজ়ের ১০ ওভার শেষ। অভিষেক ম্যাচে ৫৪ রান দিয়ে একটি উইকেট পেয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকা ৩৫ ওভারে তুলল ১৯২ রান। সাজঘরে তিন ব্যাটার।
অবশেষে উইকেট। সিরাজের বলে ক্যাচ তুললেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার। ক্যাচ ধরলেন শাহবাজ়। ৭৬ বলে ৭৪ করে আউট হেন্ড্রিক্স।
In the air & taken! 👏 👏@mdsirajofficial with the breakthrough as #TeamIndia pick the third South African wicket. 👌 👌 #INDvSA
— BCCI (@BCCI) October 9, 2022
Follow the match ▶️ https://t.co/6pFItKiAHZ pic.twitter.com/fXUBkHQPsJ
মার্করাম এবং হেন্ড্রিক্সের হাত ধরেই এগিয়ে চলেছে দক্ষিণ আফ্রিকা। শুরুতে উইকেট পেলেও মাঝের ওভারে উইকেট তুলতে ব্যর্থ ভারতীয় বোলাররা। হাতে উইকেট রেখে খেলায় পরের দিকে ব্যাটাররা মেরে খেলার সুযোগ পাবেন। বড় রানের ইনিংস গড়তে পারে দক্ষিণ আফ্রিকা।
স্কোয়ার লেগের দিকে মেরে এক রান নিলেন মার্করাম। অর্ধশতরান করলেন তিনিও। ৬৪ বলে অর্ধশতরান করলেন তিনি। এক দিনের ক্রিকেটে এটি তাঁর পঞ্চম অর্ধশতরান।
Reeza Hendricks and Aiden Markram have built up a strong partnership for the visitors 💪#INDvSA | Scorecard: https://t.co/ZFqBOFeCus pic.twitter.com/JTIvGFSa5k
— ICC (@ICC) October 9, 2022
শাহবাজ়ের বলে এক রান নিয়ে অর্ধশতরান করলেন হেন্ড্রিক্স। এক দিনের ক্রিকেটে চতুর্থ অর্ধশতরান করলেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy