বিতর্কে রুতুরাজ। —ফাইল চিত্র
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে। কিন্তু সেই ম্যাচেই বিতর্কে জড়ালেন রুতুরাজ গায়কোয়াড়। পাশে বসে ছবি তুলতে চাওয়া এক মাঠকর্মীকে উঠে যেতে বললেন। তাঁর সেই আচরণ ধরা পড়ে ক্যামেরায়। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়ে সমর্থকদের মধ্যে।
ঈশান কিশনের সঙ্গে এই সিরিজে সব ম্যাচেই ওপেনার হিসাবে দেখা গিয়েছে রুতুরাজকে। চেন্নাই সুপার কিংসের এই ওপেনার সে ভাবে রান পাননি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের পাঁচ ম্যাচে তাঁর সংগ্রহ মাত্র ৯৬ রান। মাঠে রান না পেলেও তিনি শিরোনামে উঠে এলেন মাঠের বাইরের কাজের মাধ্যমে।
বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে খেলা বাতিল হওয়ার আগে ডাগআউটে বসে অপেক্ষা করছিলেন রুতুরাজ। সেই সময় এক মাঠকর্মী তাঁর সঙ্গে ছবি তোলার জন্য পাশে এসে বসেন। তাঁকে হাত দিয়ে ঠেলে উঠে যেতে বলেন রুতুরাজ। মুখ ঘুরিয়ে রাখেন তাঁর দিক থেকে যাতে ছবি না তুলতে পারেন। এমন আচরণ ভাল ভাবে নেননি সমর্থকরা। সমালোচনার মুখে পড়েন রুতুরাজ।
Very bad and disrespectful gesture by Ruturaj Gaikwad. Sad to see these groundsmen getting treated like this 😔#RuturajGaikwad pic.twitter.com/jIXWvUdqIX
— Arnav (@imarnav_904) June 19, 2022
কেউ বলেন, “খুব খারাপ আচরণ। এক জন মাঠকর্মীর সঙ্গে এমন আচরণ খুবই অশ্রদ্ধার।” কেউ মনে করিয়ে দিয়েছেন যে, বৃষ্টির মধ্যে যে মাঠকর্মীরা প্রচণ্ড পরিশ্রম করে খেলা শুরু করার চেষ্টা করছেন তাঁদের প্রতি রুতুরাজের এমন আচরণ মানা যায় না। কেউ বলেন, “সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিংহ ধোনি, বিরাট কোহলীরা শুধু মাত্র তাঁদের প্রতিভার জন্য সকলের মনে জায়গা করে নেননি, তাঁরা জায়গা করে নেন ব্যবহারের জন্য। মানুষকে শ্রদ্ধা করতে শিখুন।”
রুতুরাজ যদিও এই বিষয়ে এখনও কোনও কিছু বলেননি। পঞ্চম ম্যাচে মাত্র ১০ রান করে আউট হন তিনি। ভারতের হয়ে এখনও পর্যন্ত আটটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রুতুরাজ। তাঁর সংগ্রহ ১৩৫ রান।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy