ম্যাচ শুরু করছেন দ্রাবিড়। ছবি টুইটার
সম্মান জানানো হল রাহুল দ্রাবিড়কে। বুধবার সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে প্রথম টেস্টের চতুর্থ দিনে ঘন্টা বাজিয়ে খেলা শুরু করলেন ভারতীয় দলের কোচ। নেটমাধ্যমে সেই ছবি পোস্ট করেছে বিসিসিআই।
ঘন্টাধ্বনির সাহায্যে ম্যাচ শুরু করার প্রথা প্রথম শুরু হয়েছিল ইংল্যান্ডের ঐতিহ্যশালী স্টেডিয়াম লর্ডসে। পরে তা বিশ্বের অনেক দেশেই ছড়িয়ে পড়ে। কলকাতার ইডেন গার্ডেন্সেও ঘন্টা বাজিয়ে খেলা শুরুর রীতি রয়েছে। একই জিনিস রয়েছে সেঞ্চুরিয়নেও।
Just SuperSport Park traditions 👌
— BCCI (@BCCI) December 29, 2021
Head Coach, Rahul Dravid rung the bell before start of play on Day 4⃣#TeamIndia | #SAvIND pic.twitter.com/Rut3XEGXuf
এ দিকে, চতুর্থ দিনে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের লিড ২৫০ পেরিয়ে গিয়েছে। সেঞ্চুরিয়নে ২৪৯ রানের বেশি কোনও দলই তাড়া করে জিততে পারেনি। ফলে দক্ষিণ আফ্রিকাকে এই টেস্ট বাঁচাতে গেলে যে অসাধ্য সাধন করতে হবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
দ্বিতীয় ইনিংসে অবশ্য ভারতের ব্যাটাররা খুব একটা দাপট দেখাতে পারেননি। প্রথম ইনিংসে শতরানকারী কেএল রাহুল ২৩ রানে ফিরে যান। বিরাট কোহলী এবং চেতেশ্বর পুজারার ব্যাটে রানের খরা অব্যাহত। কোহলী ১৮ এবং পুজারা ১৬ রানে ফিরে যান। মাত্র ২০ করেছেন অজিঙ্ক রহাণে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy