Advertisement
০৫ নভেম্বর ২০২৪
India vs South Africa 2021-22

Virat Kohli: প্রথম টেস্টের আগে সাংবাদিক বৈঠকে উঠল কোহলী-বোর্ড বিতর্ক, কী বললেন রাহুল দ্রাবিড়

বিরাট কোহলীর টি-টোয়েন্টি এবং এক দিনের ক্রিকেটে নেতৃত্ব ছাড়া ও কাড়া প্রসঙ্গে গত কয়েক দিনে অনেক কিছুই ঘটে গিয়েছে ভারতীয় ক্রিকেটে।

দ্রাবিড় এবং কোহলী।

দ্রাবিড় এবং কোহলী। ছবি টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২১ ১৯:০২
Share: Save:

টি-টোয়েন্টি এবং এক দিনের ক্রিকেটে বিরাট কোহলীর নেতৃত্ব ছাড়া ও কাড়া প্রসঙ্গে গত কয়েক দিনে অনেক কিছুই ঘটে গিয়েছে ভারতীয় ক্রিকেটে। দক্ষিণ আফ্রিকা সফরের আগে সেই সাংবাদিক বৈঠক যেন একটা ছোটখাটো বিস্ফোরণই ছিল। এ বার সেই বিষয়ে মুখ খুললেন রাহুল দ্রাবিড়।

বোর্ড-কোহলী বিতর্ক নিয়ে রবিবার প্রশ্ন করা হয় দ্রাবিড়কে। কৌশলে সেই প্রশ্নের কোনও উত্তর দেননি ভারতের কোচ। বলেছেন, “সত্যি বলতে, এ সব নির্বাচকদের ব্যাপার। আমার নয়। কী কথাবার্তা হয়েছে না হয়েছে সেটার ভেতরে ঢুকতে চাই না। তা ছাড়া, গোপন কথাবার্তা সংবাদমাধ্যমের সামনে আনতে চাই না।”

দক্ষিণ আফ্রিকা উড়ে যাওয়ার আগে কোহলী জানিয়েছিলেন, তাঁকে মাত্র দেড় ঘণ্টা আগে ফোন করে এক দিনের ক্রিকেটের অধিনায়কের পদ থেকে সরানোর কথা জানানো হয়। এমনকী, তিনি টি-টোয়েন্টি ফরম্যাটে নেতৃত্ব ছাড়ার সময় কেউ তার বিরোধিতা করেননি, যা ছিল কিছুদিন আগে বলা বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বক্তব্যের সম্পূর্ণ বিরোধী।

প্রথম টেস্টের আগে অজিঙ্ক রহাণেকে নিয়ে নিশ্চয়তাও দিয়েছেন দ্রাবিড়। বলেছেন, “অজিঙ্কর সঙ্গে ইতিবাচক কথাবার্তা হয়েছে। মানসিক ভাবেও ও অনেক ভাল জায়গায় রয়েছে। প্রস্তুতিও ভাল নিয়েছে। তবে শুধু ও নয়, বেশির ভাগ ক্রিকেটারের সঙ্গেই খোলাখুলি কথাবার্তা বলি আমি।”

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE