ছবি: টুইটার থেকে
বুমরা ফেরালেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ককে। আশা রইল ভারতের। চতুর্থ দিনে আরও ৮ উইকেটের জন্য ঝাঁপাবে ভারত।
Stumps!
— ICC (@ICC) January 13, 2022
Bumrah snares Elgar at the very end, setting up an intriguing fourth day.
South Africa need 111 runs to win, India eight wickets 👀
Watch #SAvIND live on https://t.co/CPDKNxpgZ3 (in select regions)#WTC23 | https://t.co/Wbb1FE2mW1 pic.twitter.com/vKcwRxGMk9
ভারত লক্ষ্য রেখেছে ২১২ রানের। তৃতীয় দিনে ইতিমধ্যেই ১০১ রান তুলে ফেলল দক্ষিণ আফ্রিকা। বাকি ১১১ রান।
অশ্বিনের বলে এলবিডব্লিউ হন এলগার। মাঠের আম্পায়ার আউটের সিদ্ধান্ত জানান। রিভিউ নেন এলগার। সেখানে দেখা যায় বল উইকেটের উপরে যেতে পারত। আক্ষেপ স্পষ্ট কোহলীর মুখে। তিনি মানতেই পারছেন না বলটা উপরে যেত।
এলগার এবং পিটারসেন দ্রুত রান তুলছেন। মার্করামকে ফেরালেও ভারতীয় পেসাররা এখনও অবধি দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলতে পারছে না।
মার্করামকে ফিরিয়ে দিলেন শামি। ভারতকে প্রথম সাফল্য এনে দিলেন তিনি।
১০০ রানে অপরাজিত রইলেন পন্থ। মারতে গিয়ে আউট হলেন বুমরা। তৃতীয় টেস্ট জিততে ২১২ রান প্রয়োজন দক্ষিণ আফ্রিকার। বুমরা, শামিদের লক্ষ্য দশ উইকেট। ভারতের দুই ইনিংসের মিলিয়ে ২০টি উইকেটই ক্যাচ আউট।
South Africa need 212 runs to win!
— ICC (@ICC) January 13, 2022
Pant finishes the innings unbeaten on 100* as India are bowled out for 198.
The final session should be 🔥
Watch #SAvIND live on https://t.co/CPDKNxpgZ3 (in select regions)#WTC23 | https://t.co/Wbb1FE2mW1 pic.twitter.com/IfDO5TBcd1
ভারতের তরুণ উইকেটরক্ষকের ব্যাটে শতরান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম শতরান করলেন তিনি। দলের প্রয়োজনে গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন পন্থ। রাবাডাদের বিরুদ্ধে এই ইনিংস স্মরণীয় হয়ে থাকবে।
A brilliant innings from @RishabhPant17 as he brings up his 4th Test 💯.#SAvIND #TeamIndia pic.twitter.com/eo1iTysemP
— BCCI (@BCCI) January 13, 2022
জানসেনের বলে পুল করতে গিয়ে আউট হলেন শামি। শতরান থেকে ৬ রান দূরে পন্থ।
এ বার রাবাডা। উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছেন পন্থ। ধীরে ধীরে সঙ্গীহীন হয়ে পড়ছেন তিনি।
মধ্যাহ্নভোজের পর থেকে ভারতের ত্রাস হয়ে উঠেছেন এনগিডি। শার্দূলকেও ফেরালেন তিনি। সাত উইকেট হারাল ভারত।
অফস্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে উইকেট দিলেন অশ্বিন। গালিতে ক্যাচ নিলেন জানসেন।
ভাঙল কোহলী-পন্থ জুটি। এনগিডি-র বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিলেন কোহলী। ভারত এগিয়ে ১৬৯ রানে।
Breakthrough! 💥
— ICC (@ICC) January 13, 2022
Ngidi tempts Kohli into a booming drive, and the edge is taken brilliantly by Markram at slip.
Much-needed wicket for South Africa!
Watch #SAvIND live on https://t.co/CPDKNxpgZ3 (in select regions)#WTC23 | https://t.co/Wbb1FE2mW1 pic.twitter.com/qweARLogNF
শুরুতেই পুজারা এবং রহাণেকে হারিয়ে কিছুটা চাপে পরে গিয়েছিল ভারত। সেখান থেকে দলকে বার করে আনলেন বিরাট কোহলী এবং ঋষভ পন্থ। আক্রমণাত্মক ইনিংস খেলছেন পন্থ। প্রথম ইনিংসের মতো এ বারেও অফস্টাম্পের বাইরের বল খেলছেন না কোহলী। বেশ কিছুটা দেখে খেলছেন ভারত অধিনায়ক।
Lunch on Day 3 of the 3rd Test.
— BCCI (@BCCI) January 13, 2022
After losing two early wickets in the morning session, @imVkohli and @RishabhPant17 steady ship for #TeamIndia. Lead by 143 runs.
Scorecard - https://t.co/rr2tvATzkl #SAvIND pic.twitter.com/6a2aLCUA3Q
৫৮ বলে ৫০ রান করলেন পন্থ। টেস্টে অষ্টম অর্ধশতরান পন্থের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম।
পুজারা, রহাণেকে হারিয়ে চাপে পড়েছিল ভারত। সেই চাপ কাটিয়ে ৫০ রানের জুটি গড়লেন কোহলী এবং পন্থ।
Just what #TeamIndia needed. A fine 50-run partnership comes up between @imVkohli & @RishabhPant17.
— BCCI (@BCCI) January 13, 2022
Scorecard - https://t.co/9V5z8QkLhM #SAvIND pic.twitter.com/K1x34NFBd3
কেপ টাউনে ১০০ রানের লিড পেয়ে গিয়েছে ভারত। ক্রিজে কোহলী এবং পন্থ।
প্রথম ৪০ মিনিটে দক্ষিণ আফ্রিকার পেসারদের দাপট দেখল কেপ টাউন। দুই উইকেট হারাল ভারত, উঠল ১৯ রান। কোহলীর বিরুদ্ধে আক্রমণাত্মক ফিল্ডিং সাজাচ্ছে দক্ষিণ আফ্রিকা। পাল্টা আক্রমণ করার চেষ্টা করছেন পন্থ। এখনও সেই ভাবে সফল হতে পারেননি।
রাবাডা ফেরালেন রহাণেকে। দক্ষিণ আফ্রিকার পেসারদের দাপট কেপ টাউনে। ফিরলেন ভারতের দুই অভিজ্ঞ ব্যাটার।
দিনের দ্বিতীয় বলেই পুজারাকে ফিরিয়ে দিলেন জানসেন।
What a start for South Africa!
— ICC (@ICC) January 13, 2022
Pujara is snared by Jansen, and India are three down 🔥
Watch #SAvIND live on https://t.co/CPDKNxpgZ3 (in select regions)#WTC23 | https://t.co/Wbb1FE2mW1 pic.twitter.com/c1ekfUpPUU
বুমরার দাপটে দক্ষিণ আফ্রিকা শেষ হয়ে যায় ২১০ রানে। ১৩ রানে লিড পায় ভারত। দুই ওপেনারকে হারিয়ে ইতিমধ্যেই ৭০ রানের লিড তুলে নিয়েছে ভারত। কোহলীদের চেষ্টা থাকবে দক্ষিণ আফ্রিকাকে বড় রানের লক্ষ্য দেওয়ার। সেই চেষ্টাই করবেন পুজারা, কোহলী।
Huddle Talk ✅
— BCCI (@BCCI) January 13, 2022
LIVE action begins shortly 👌#TeamIndia | #SAvIND pic.twitter.com/PJKwyE25Fz
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy