ছবি: টুইটার থেকে
দ্বিতীয় দিনেও ১১টি উইকেট পড়ল। ৭০ রানে এগিয়ে রয়েছে ভারত। ক্রিজে রয়েছেন পুজারা এবং কোহলী।
Stumps on Day 2!
— ICC (@ICC) January 12, 2022
An enthralling day of Test cricket ends with India going in at 57/2, a lead of 70.
Watch #SAvIND live on https://t.co/CPDKNxpgZ3 (in select regions)#WTC23 | https://t.co/Wbb1FE2mW1 pic.twitter.com/w3qrs6YkLZ
জানসেনের বলে ফিরলেন রাহুল। ২২ বলে ১০ রান করলেন তিনি। দুই ওপেনারকেই ফিরিয়ে দিল দক্ষিণ আফ্রিকা।
প্রথম ইনিংসে ১৩ রানে লিড নিয়েছে ভারত।
A five-wicket haul for Jasprit Bumrah and South Africa's innings is wrapped up for 210 👏🏻
— ICC (@ICC) January 12, 2022
India lead by a slender 13 runs.
Watch #SAvIND live on https://t.co/CPDKNxoJ9v (in select regions)#WTC23 | https://t.co/Wbb1FE1P6t pic.twitter.com/cmqKWckoIX
টেস্টে সপ্তম বার পাঁচ উইকেট নিলেন বুমরা। এনগিডিকে ফিরিয়ে দিলেন তিনি। ২৭টি টেস্ট খেলে সাত বার পাঁচ উইকেট নিলেন তিনি।
BOOM BOOM 🔥
— BCCI (@BCCI) January 12, 2022
7th 5-wkt haul in Test cricket for @Jaspritbumrah93 👏👏#TeamIndia #SAvIND pic.twitter.com/CYhZD86JsY
এই টেস্টে প্রথম উইকেট পেলেন শার্দূল। রাবাডার উইকেট তুলে নিলেন তিনি। নয় উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা।
এই উইকেটের প্রতিক্ষাতেই ছিল ভারত। পুজারার হাতে স্লিপে ক্যাচ দিয়ে ফিরলেন পিটারসেন।
জানসেনের স্টাম্প ছিটকে দিলেন বুমরা। চা বিরতিতে যাওয়ার আগে ফের সাফল্য ভারতের। সাত উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। ভারতের থেকে এখনও ৪৭ রানে পিছিয়ে তারা।
Terrific session for India as they take four South African wickets! 👌🏻
— ICC (@ICC) January 12, 2022
At tea, the hosts are 176/7.
Watch #SAvIND live on https://t.co/CPDKNxoJ9v (in select regions)#WTC23 | https://t.co/Wbb1FE1P6t pic.twitter.com/ptpnjAGXIk
এক ওভারে বাভুমা এবং ভেরেইনকে ফিরিয়ে দিলেন শামি। চা বিরতিতে যাওয়ার আগে দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলে দিল ভারত।
Shami snares Temba Bavuma and Kyle Verreynne in the same over 🔥
— ICC (@ICC) January 12, 2022
South Africa are reduced to 159/6, still trailing by 64.
Watch #SAvIND live on https://t.co/CPDKNxoJ9v (in select regions)#WTC23 | https://t.co/Wbb1FE1P6t pic.twitter.com/EghiBvjIbe
টেস্টে দ্বিতীয় পঞ্চাশ করে ফেললেন পিটারসেন। ভারতীয় বোলারদের বিরুদ্ধে তাঁর লড়াই চলছে। দুসেন ফিরলে বাভুমাকে নিয়ে জুটি গড়ার লক্ষ্যে পিটারসেন।
দুসেনকে ফেরালেন উমেশ। স্লিপে কোহলীর হাতে ক্যাচ দিয়ে ফিরলেন দুসেন। চতুর্থ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। ৫৪ বলে ২১ রান করেন দুসেন।
Umesh Yadav strikes again for India 🔥
— ICC (@ICC) January 12, 2022
Rassie van der Dussen goes and India break the resilient stand
leaving South Africa at 112/4.
Watch #SAvIND live on https://t.co/CPDKNxoJ9v (in select regions)#WTC23 | https://t.co/Wbb1FE1P6t pic.twitter.com/ubrQ51hpdF
দিনের শুরু থেকেই দাপট ছিল ভারতীয় পেসারদের। তবে পিটারসেন এবং দুসেন রুখে দাঁড়ালেন তাঁদের বিরুদ্ধে। দিনের প্রথম সেশনে দুই উইকেট হারালেও ৮৩ রান তুলে নিল দক্ষিণ আফ্রিকা।
LUNCH on Day 2 of the 3rd Test.
— BCCI (@BCCI) January 12, 2022
A wicket apiece for Bumrah and Umesh in the first session with South Africa 100/3. Trail #TeamIndia 223 by 123 runs at Lunch.
Scorecard - https://t.co/yUd0D0Z6qF #SAvIND pic.twitter.com/0Mg5SGHnhb
ভারতের বোলিং আক্রমণকে সামলে ৫০ রানের জুটি গড়ে ফেললেন পিটারসেন এবং দুসেন। একাধিক বার আউটের আবেদন উঠলেও এখনও অবধি ক্রিজে টিকে রয়েছেন তাঁরা।
Keegan Petersen and Rassie van der Dussen add a fifty partnership in 80 balls 👏🏻
— ICC (@ICC) January 12, 2022
South Africa are 99/3 after a wobbly start this morning.
Watch #SAvIND live on https://t.co/CPDKNxoJ9v (in select regions)#WTC23 | https://t.co/Wbb1FE1P6t pic.twitter.com/Bl0wEporzr
শার্দূলের এই ওভারের তৃতীয় বলে আউটের আবেদন করে ভারত। আম্পায়ার আউট দেননি। শার্দূল নিশ্চিত ছিলেন পিটারসেন এলবিডব্লিউ হয়েছেন। রিভিউ নেন কোহলী। কিন্তু সেখানে দেখা যায় বল উইকেটের উপরে রয়েছে। শেষ বলে দুসেনের ব্যাটে লেগে স্লিপের দিকে বল যায়। কিন্তু দ্বিতীয় স্লিপে দাঁড়িয়ে থাকা কোহলীর কাছে যাওয়ার আগেই মাটিতে পড়ে যায় বল।
উইকেট এনে দিলেন উমেশ। মহারাজকে বোল্ড করলেন তিনি। ৪৫ বলে ২৫ রান করে আউট তিনি।
দ্বিতীয় দিনে শুরু করেছিলেন শামি এবং বুমরা। ১৯তম ওভারে বুমরার বদলে উমেশকে আক্রমণে নিয়ে এলেন কোহলী। তাঁর প্রথম ওভারেই এলবিডব্লিউ-র আবেদন ওঠে। কিন্তু আম্পায়ার তা নাকচ করে দেন। রিভিউ নেয়নি ভারত।
শামির বলে স্লিপে ক্যাচ তুলেছিলেন পিটারসেন। কিন্তু আঙুলে লাগলেও বল ধরতে পারলেন না রাহুল। বল আর একটু গেলে ধরে ফেলতে পারতেন তিনি। কঠিন ক্যাচ ছিল।
দ্বিতীয় দিনের শুরুতে দাপট দেখাতে শুরু করলেন ভারতের দুই পেসার। রাতপ্রহরী হিসাবে প্রথম দিন খেলতে নামা মহারাজকে অসুবিধায় ফেলছেন তাঁরা। বুমরার একটি ইনসুইং উইকেটের সামান্য উপর দিয়ে বেরিয়ে যায়। সেই বল আর একটু নীচে থাকলে আউট হতেই পারতেন মহারাজ।
বুমরার বলের সুইং বুঝতে না পেরে বল ছাড়েন মার্করাম। দিনের দ্বিতীয় বলেই তাঁকে বোল্ড করলেন ভারতীয় পেসার।
A wicket straight up!
— ICC (@ICC) January 12, 2022
Bumrah snares Markram with a peach, and South Africa are 17/2! 🔥
Watch #SAvIND live on https://t.co/CPDKNxpgZ3 (in select regions)#WTC23 | https://t.co/Wbb1FE2mW1 pic.twitter.com/9obg8KfXcZ
প্রথম দিনে ব্যাট করতে নেমে ২২৩ রানে শেষ হয়ে যায় ভারত। প্রায় একা লড়াই করে দলকে এগিয়ে নিয়ে যান বিরাট কোহলী। তিনি ৭৯ রানের ইনিংস খেলেন।
That will be STUMPS on Day 1 of the 3rd Test.
— BCCI (@BCCI) January 11, 2022
South Africa 17/1, trail #TeamIndia (223) by 206 runs.
Scorecard - https://t.co/9V5z8QBOjM #SAvIND pic.twitter.com/PZx8Lil2gM
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy