কোহলীর অর্ধশতরান। ছবি: টুইটার থেকে
দক্ষিণ আফ্রিকার অধিনায়ককে ফিরিয়ে ভারতকে প্রথম সাফল্য এনেদিলেন বুমরা। মাত্র ৩ রান করে আউট হলেন তিনি।
পর পর দুই ওভার মেডেন দিলেন বুমরা। নতুন বল হাতে তাঁর সঙ্গে শুরু করেছেন উমেশ।
ক্রিজে ডিন এলগার এবং অ্যাডাম মার্করাম। ভারতের হয়ে প্রথম ওভার করলেন বুমরা। কোনও রান দেননি তিনি।
এনগিডির বলে আউট হলেন শামি। ভারতের প্রথম ইনিংস শেষ ২২৩ রানে।
Innings Break!#TeamIndia all out for 223.
— BCCI (@BCCI) January 11, 2022
Scorecard - https://t.co/yUd0D0YyB7 #SAvIND pic.twitter.com/e4prGUAmwA
ফের শতরান হাতছাড়া। রাবাডার বলে অফস্টাম্পের বাইরের বলে ব্যাট ছোঁয়ালেন কোহলী। ৭৯ রানে শেষ হল তাঁর ইনিংস।
রাবাডার বলে ক্যাচ তুলে দিলেন বুমরা। কোনও রান না করেই ফিরলেন তিনি।
বলটা প্রায় মাটি থেকে ছিনিয়ে নিলেন পিটারসেন। মহারাজের বলে আউট শার্দূল। তৃতীয় আম্পায়ার আউটের সিদ্ধান্ত দিলেন। ৯ বলে ১২ রান করে আউট শার্দূল।
শার্দূল ঠাকুরের ছয়ে দুশো রান তুলে নিল ভারত। ক্রিজে কোহলীর সঙ্গী এই ভারতীয় অলরাউন্ডার।
কেপটাউনে কোহলীর ইনিংস বড় রানের ইঙ্গিত দিচ্ছে। শুরুতে নেমে কিছুটা দেখে খেললেও ধীরে ধীরে নিজের ছন্দে ফিরেছেন কোহলী। তাঁর মারা কভার ড্রাইভ দেখে উচ্ছ্বসিত ধারাভাষ্যকাররা।
Virat Kohli’s cover drives today 😍#WTC23 | https://t.co/Wbb1FE1P6t pic.twitter.com/0est8vxNnQ
— ICC (@ICC) January 11, 2022
ফিরে গেলেন অশ্বিনও। ঘাতক সেই জানসেন। তাঁর বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিলেন অশ্বিন। ১০ বলে ২ রান করেছেন তিনি।
জানসেনের বলে পিটারসেনের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন পন্থ। ৫০ বলে ২৭ রান করেছেন তিনি।
টেস্টে ২৮তম অর্ধশতরান করে ফেললেন কোহলী।
FIFTY!
— BCCI (@BCCI) January 11, 2022
A well made half-century for Captain @imVkohli 👏👏
This is his 28th in Test cricket.
Live - https://t.co/rr2tvBaCml #SAvIND pic.twitter.com/5NuhjXWndF
চার উইকেট হারিয়েছে ভারত। দ্বিতীয় সেশন আউট হলেন পুজারা এবং রহাণে। ক্রিজে রয়েছেন ঋষভ পন্থ এবং বিরাট কোহলী।
Tea in Cape Town ☕
— ICC (@ICC) January 11, 2022
An enthralling session, with South Africa making further inroads even as Virat Kohli stood firm.
India 141/4 at the break.
Watch #SAvIND live on https://t.co/CPDKNx77KV (in select regions)#WTC23 | https://t.co/Wbb1FEjpY1 pic.twitter.com/ntfK4YMlzR
রাবাডার বলে আউট রহাণে। উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিলেন তিনি। নিজেও বুঝতে পারেননি যে ব্যাটে বল লেগেছে। রিভিউ নিয়েছিলেন তিনি। কিন্তু দেখা যায় বল ব্যাটে লেগেছে। ১২ বলে ৯ রান করেছেন তিনি।
Rahane falls for 9!
— ICC (@ICC) January 11, 2022
Rabada with the nagging line induces the edge, and India are now 116/4.
Rishabh Pant walks in 🔥
Watch #SAvIND live on https://t.co/CPDKNx77KV (in select regions)#WTC23 | https://t.co/Wbb1FEjpY1 pic.twitter.com/9a8V1npFzi
এ বার উইকেট পেলেন জানসেন। তাঁর বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিলেন পুজারা। ৭৭ বলে ৪৩ রান করে আউট হলেন তিনি।
Jansen does it! 🔥
— ICC (@ICC) January 11, 2022
Teases Pujara outside off, and induces the edge.
India are 95/3.
Watch #SAvIND live on https://t.co/CPDKNx77KV (in select regions)#WTC23 | https://t.co/Wbb1FEjpY1 pic.twitter.com/PxrfI2gFkU
ক্রিজে রয়েছেন কোহলী (১৫ রানে অপরাজিত) এবং পুজারা (২৬ রানে অপরাজিত)। প্রথম সেশন দুই ওপেনারকে হারালেও ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছে পুজারা-কোহলী জুটি।
৫০ রানের গণ্ডি পার করল ভারত। ক্রিজে পুজারা এবং কোহলী।
India cross 50.
— ICC (@ICC) January 11, 2022
Pujara and Kohli have steadied the ship after the quick dismissals of the openers.
Watch #SAvIND live on https://t.co/CPDKNx77KV (in select regions)#WTC23 | https://t.co/Wbb1FEjpY1 pic.twitter.com/cmO9JcI8Fg
দুই ওপেনার ফেরার পর ক্রিজে রয়েছেন চোট সারিয়ে দলে ফেরা কোহলী এবং গত ম্যাচে ছন্দ খুঁজে পাওয়া পুজারা। ১৭ ওভার শেষে ভারতের স্কোর ৪১/২।
রাহুল আউট হওয়ার পরের ওভারেই আউট ময়াঙ্ক। তাঁকে ফেরালেন রাবাডা। ৩৫ বলে ১৫ রান করে আউট ময়াঙ্ক।
অলিভিয়েরের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন রাহুল। ৩৫ বলে ১২ রান করেছেন তিনি।
Breakthrough! 💥
— ICC (@ICC) January 11, 2022
It's the huge wicket of KL Rahul, who nicks one behind off Duanne Olivier.
India are 31/1!
Watch #SAvIND live on https://t.co/CPDKNx77KV (in select regions) 📺#WTC23 | https://t.co/Wbb1FEjpY1 pic.twitter.com/3fIacKME9G
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy