ভাল জায়গায় ভারত ছবি: টুইটার থেকে।
তৃতীয় দিনের খেলা শেষ। নিউজিল্যান্ডের রান ৫ উইকেটে ১৪০। এখনও জয়ের জন্য দরকার ৪০০ রান।
শূন্য রানের মাথায় রানআউট হয়ে গেলেন টম ব্লান্ডেল। ১২৯ রানে ৫ উইকেট পড়ে গিয়েছে নিউজিল্যান্ডের।
৬০ রান করে অক্ষর পটেলের বলে আউট হয়ে গেলেন ড্যারিল মিচেল। নিউজিল্যান্ডের চতুর্থ উইকেট পড়ল। এখনও জয়ের জন্য দরকার ৪১২ রান।
অর্ধশতরান করলেন কিউয়ি ব্যাটার ড্যারিল মিচেল। ৩৪ ওভারে নিউজিল্যান্ডের রান ৩ উইকেটে ১২১। এখনও দরকার ৪১৯ রান
রস টেলরকেও আউট করলেন রবিচন্দ্রন অশ্বিন। ৫৫ রানে ৩ উইকেট পড়ল নিউজিল্যান্ডের।
৪৫ রানে দ্বিতীয় উইকেট পড়ল নিউজিল্যান্ডের। উইল ইয়ংকে ফেরালেন অশ্বিন।
নিউজিল্যান্ডকে প্রথম ধাক্কা দিলেন রবিচন্দ্রন অশ্বিন। দলের ১৩ রানের মাথায় আউট টম লাথাম।
জয়ন্ত যাদব আউট হতেই ৭ উইকেটে ২৭৬ রানে ডিক্লেয়ার করলেন বিরাট কোহলী। নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য ৫৪০ রান।
রচিন রবীন্দ্রর বলে ১৩ রানে আউট ঋদ্ধিমান সাহা। ভারতের রান ৬ উইকেটে ২৬৫।
৩৬ রানের মাথায় বিরাট কোহলীকে বোল্ড করলেন রচিন রবীন্দ্র। ভারতের রান ৫ উইকেটে ২১৭।
আরও একটি উইকেট নিলেন অজাজ পটেল। ১৪ রান করে তাঁর বলে আউট হলেন শ্রেয়স আয়ার। ভারতের রান ৪ উইকেটে ২১১। ৪৭৪ রানে এগিয়ে কোহলীরা।
অর্ধশতরান হাতছাড়া হল শুভমন গিলের। ৪৭ রানে রচিন রবীন্দ্রর বলে আউট হলেন তিনি। দলের রান ৩ উইকেটে ১৯৭। ৩৫ রান করে খেলছেন বিরাট কোহলী।
ভারতের রানকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বিরাট কোহলী ও শুভমন গিল। ৫৩ ওভারে ভারতের রান ২ উইকেটে ১৭৬। ভারত এগিয়ে ৪৩৯ রানে। শুভমন ৩৮ ও কোহলী ২৪ রান করে খেলছেন।
তৃতীয় দিন মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের রান ২ উইকেটে ১৪২। নিউজিল্যান্ডের থেকে ৪০৫ রানে এগিয়ে ভারত। কোহলী ১১ ও শুভমন ১৭ রান করে ব্যাট করছেন।
ক্রিজে রয়েছেন বিরাট কোহলী ও শুভমন গিল। ৪৩ ওভারে ভারতের রান ২ উইকেটে ১৩৩। কোহলী ৬ ও শুভমন ১৫ রান করে খেলছেন।
অর্ধশতরান হল না চেতেশ্বর পুজারার। ৪৭ রানের মাথায় তাঁকে আউট করলেন অজাজ পটেল। ৩৬ ওভারে ভারতের রান ২ উইকেটে ১১৫।
দ্বিতীয় ইনিংসেও ভারতকে প্রথম ধাক্কা দিলেন সেই অজাজ পটেল। ৬২ রান করে আউট ময়াঙ্ক আগরওয়াল। ভারতের রান ১ উইকেটে ১০৭।
প্রথম ইনিংসে দেড়শোর পরে দ্বিতীয় ইনিংসেও অর্ধশতরান করলেন ময়াঙ্ক আগরওয়াল। ২৬ ওভারে ভারতের রান বিনা উইকেটে ৯৯। ময়াঙ্ক ৫৬ ও পুজারা ৪১ রান করে খেলছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy