Advertisement
২২ নভেম্বর ২০২৪
ভাল খেলছেন ভারতের দুই ওপেনার

ভাল খেলছেন ভারতের দুই ওপেনার ছবি: টুইটার থেকে।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২১ ১৭:২৯
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২১ ১৭:২৯ key status

কোহলীরা এগিয়ে ৩৩২ রানে

দ্বিতীয় দিনের শেষে ভারতের রান বিনা উইকেটে ৬৯। ময়াঙ্ক ৩৮ ও পুজারা ২৯ রান করে ব্যাট করছেন। ভারত এগিয়ে ৩৩২ রানে।

timer শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২১ ১৬:৪২ key status

ভারতের লিড আরও বাড়ল

সাবলীল ভাবে খেলছেন ময়াঙ্ক ও পুজারা। ১৩ ওভারে ভারতের রান বিনা উইকেটে ৩৯। ময়াঙ্ক ১৪ ও পুজারা ২৫ রান করে খেলছেন। ৩০২ রানে এগিয়ে কোহলীরা। 

Advertisement
timer শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২১ ১৬:১৯ key status

দ্বিতীয় ইনিংসে ভাল শুরু ভারতের

ভাল খেলছেন ভারতের দুই ওপেনার ময়াঙ্ক আগরওয়াল ও চেতেশ্বর পুজারা। দলের রান বিনা উইকেটে ২৪। এখনও পর্যন্ত ২৮৭ রানে এগিয়ে বিরাট কোহলীরা।  

timer শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২১ ১৫:৪২ key status

৬২ রানে অলআউট নিউজিল্যান্ড

৬২ রানে অলআউট নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ২৬৩ রানের লিড নিল ভারত।

timer শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২১ ১৫:৩৯ key status

নিউজিল্যান্ডের নবম উইকেটের পতন

উইলিয়াম সোমারভিলকে শূন্য রানে ফেরালেন অশ্বিন। নিউজিল্যান্ডের রান ৯ উইকেটে ৬২। 

timer শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২১ ১৫:১৩ key status

ফিরলেন সাউদি

দ্বিতীয় বলেই ফিরলেন সাউদি। ০ রান করেছেন তিনি। তৃতীয় উইকেট হল অশ্বিনের।

Advertisement
timer শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২১ ১৫:১০ key status

ফিরলেন ব্লান্ডেল

কিউয়িদের আবার ধাক্কা দিলেন অশ্বিন। ৮ রানে ফিরলেন ব্লান্ডেল।

timer শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২১ ১৪:৪১ key status

রচিনকে আউট করলেন জয়ন্ত

চা বিরতির আগে রচিন রবীন্দ্রকে আউট করলেন জয়ন্ত যাদব। চা বিরতিতে দলের রান ৬ উইকেটে ৩৮। 

timer শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২১ ১৪:২৯ key status

নিউজিল্যান্ডের পঞ্চম উইকেটের পতন

রবিচন্দ্রন অশ্বিন আউট করলেন হেনরি নিকোলসকে। ৩১ রানে পাঁচ উইকেট পড়ল নিউজিল্যান্ডের। 

timer শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২১ ১৪:২১ key status

মিচেলকে ফেরালেন অক্ষর

নিউজিল্যান্ডের চতুর্থ উইকেটের পতন। ড্যারিল মিচেলকে আউট করলেন অক্ষর পটেল। দলের রান ৪ উইকেটে ২৮। 

timer শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২১ ১৩:৪৯ key status

টেলরকেও ফেরালেন সিরাজ

আগুন ঝরাচ্ছেন মহম্মদ সিরাজ। রস টেলরকেও আউট করলেন তিনি। নিউজিল্যান্ডের রান ৩ উইকেটে ১৭। 

timer শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২১ ১৩:৩৮ key status

নিউজিল্যান্ডের দুই ওপেনারকে ফেরালেন সিরাজ

শুরুতেই নিউজিল্যান্ডের দুই ওপেনার উইল ইয়ং ও টম লাথামকে আউট করলেন মহম্মদ সিরাজ। ১৫ রানে ২ উইকেট পড়ল নিউজিল্যান্ডের।  

timer শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২১ ১২:৫৯ key status

নিজের নবম উইকেট নিলেন অজাজ

জয়ন্ত যাদবকে ১২ রানের মাথায় আউট করে নিজের নবম উইকেট নিলেন অজাজ পটেল।  

timer শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২১ ১২:৫৩ key status

৮ উইকেট নিলেন অজাজ পটেল

নিজের অষ্টম উইকেট নিলেন অজাজ পটেল। ৫২ রান করে তাঁর বলে আউট হন অক্ষর পটেল। ভারতের রান ৮ উইকেটে ৩১৬। 

timer শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২১ ১২:২৭ key status

দেড়শো করে অজাজের বলে আউট ময়াঙ্ক

দেড়শো রান করলেন ভারতীয় ওপেনার ময়াঙ্ক আগরওয়াল। যদিও তার পরেই অজাজ পটেলের বলে আউট হয়ে সাজঘরে ফিরলেন তিনি। নিজের ৭ নম্বর উইকেট নিলেন অজাজ। 

timer শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২১ ১১:৩৭ key status

মধ্যাহ্নভোজের বিরতিতে ভারত ২৮৫/৬

প্রাথমিক ধাক্কা সামলে দলের রানকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ময়াঙ্ক আগরওয়াল ও অক্ষর পটেল। মধ্যাহ্নভোজের বিরতিতে দলের রান ৬ উইকেটে ২৮৫। ময়াঙ্ক ১৪৬ ও অক্ষর ৩২ রান করে ব্যাট করছেন। 

timer শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২১ ১১:০২ key status

৯০ ওভারে ভারতের রান ৬ উইকেটে ২৬৩

ভাল ব্যাট করছেন ময়াঙ্ক ও অক্ষর। ৯০ ওভারে ভারতের রান ৬ উইকেটে ২৬৩। ময়াঙ্ক ১৩৮ ও অক্ষর ২২ রান করে খেলছেন। 

timer শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২১ ১০:২১ key status

২৫০ রান পার ভারতের

পর পর দু’উইকেট পড়ার পরে জুটি বেঁধেছেন ময়াঙ্ক আগরওয়াল ও অক্ষর পটেল। ৮২ ওভার শেষে ভারতের রান ৬ উইকেটে । ময়াঙ্ক ১৩১ ও অক্ষর ১৮ রান করে ব্যাট করছেন। 

timer শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২১ ০৯:৪২ key status

শুরুতেই পর পর ধাক্কা দিলেন অজাজ

দ্বিতীয় দিনের শুরুতেই পর পর দু’বলে ঋদ্ধিমান সাহা ও রবিচন্দ্রন অশ্বিনকে আউট করলেন অজাজ পটেল। ঋদ্ধি ২৭ ও অশ্বিন শূন্য করে আউট হন। ভারতের রান ৬ উইকেটে ২২৪। 

timer শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২১ ০৯:২১ key status

দ্বিতীয় দিনের খেলা শুরু

প্রথম দিনের শেষে ভারতের রান ৪ উইকেটে ২২১। ময়াঙ্ক আগরওয়াল ১২০ ও ঋদ্ধিমান সাহা ২৫ রান করে খেলছিলেন। দ্বিতীয় দিনের খেলা শুরু করলেন তাঁরা। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy