শুভমন গিল। ফাইল ছবি
নিউজিল্যান্ডকে ফলো-অন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে ভারত। দিনের শেষে বিনা উইকেটে ৬৯ রান তুলে ফেলেছে তারা। তবে দ্বিতীয় ইনিংসে ময়াঙ্ক আগরওয়ালের সঙ্গে চেতেশ্বর পুজারাকে ওপেন করতে দেখে অনেকেই অবাক হয়ে গিয়েছেন। তারপরেই প্রশ্ন উঠছে, কোথায় গেলেন শুভমন গিল?
খেলার শেষে এই প্রশ্নের উত্তর দিয়েছে বিসিসিআই। জানিয়েছে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ফিল্ডিং করার সময় কাঁধে চোট পেয়েছিলেন শুভমন। বোর্ডের বিবৃতিতে লেখা হয়েছে, ‘প্রথম ইনিংসে ফিল্ডিং করার সময় ডান কাঁধে আঘাত পেয়েছে শুভমন। এখনও তা পুরোপুরি সেরে ওঠেনি। সাবধানতা অবলম্বন করার জন্যেই ওকে আর ফিল্ডিং করতে নামানো হয়নি।’
🚨 Update 🚨: Shubman Gill suffered a blow to his right elbow while fielding in the first innings. He has not recovered completely and hence not taken the field as a precautionary measure.#TeamIndia #INDvNZ @Paytm pic.twitter.com/UqSzXYTce2
— BCCI (@BCCI) December 4, 2021
চোট কতটা গুরুতর তা এখনও পরিষ্কার নয়। ফলে রবিবার তৃতীয় দিনে শুভমন আদৌ ব্যাটিং করতে পারবেন কিনা তা স্পষ্ট করে জানানো হয়নি বোর্ডের তরফে। ওপেন করতে নেমে পুজারা অবশ্য স্বচ্ছন্দে খেলছেন। ৫১ বলে ২৯ রান করে তিনি অপরাজিত। প্রথম ইনিংসে খাতা খুলতে না পারায় দ্বিতীয় ইনিংসে বড় রান করতে মরিয়া তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy