Advertisement
০৬ নভেম্বর ২০২৪
শুভমনকে ফেরালেন জেমিসন

শুভমনকে ফেরালেন জেমিসন ছবি: টুইটার থেকে।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২১ ১৬:৩৭
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২১ ১৬:১২ key status

শুরুতেই আউট শুভমন

শুরুটা ভাল হল না ভারতের জন্য। দ্বিতীয় ইনিংসের শুরুতেই মাত্র ১ রানের মাথায় সাজঘরে ফিরলেন শুভমন গিল। উইকেট নিলেন কাইল জেমিসন। 

timer শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২১ ১৫:৫৮ key status

২৯৬ রানে শেষ নিউজিল্যান্ডের প্রথম ইনিংস

২৯৬ রানে শেষ হয়ে গেল নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। ৪৯ রানের লিড পের ভারত। 

Advertisement
timer শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২১ ১৫:১২ key status

আরও একটি ৫ উইকেট নিলেন অক্ষর পটেল

আরও একটি ইনিংসে ৫ উইকেট নিলেন ভারতীয় বাঁ হাতি স্পিনার অক্ষর পটেল। টিম সাউদিকে ৫ রানের মাথায় বোল্ড করেন তিনি। ১৩০ ওভারে নিউজিল্যান্ডের রান ৮ উইকেটে ২৭০।

timer শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২১ ১৫:০১ key status

নিজের চতুর্থ উইকেট নিলেন অক্ষর

আরও একটি উইকেট নিলেন অক্ষর পটেল। টম ব্লান্ডেলকে ১৩ রানের মাথায় বোল্ড করলেন তিনি। নিউজিল্যান্ডের রান ১২৫ ওভারে ৭ উইকেটে ২৫৯। 

timer শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২১ ১৪:২১ key status

চা বিরতিতে নিউজিল্যান্ডের রান ৬ উইকেটে ২৪৯

চা বিরতিতে যাওয়ার আগে নিউজিল্যান্ডের রান ৬ উইকেটে ২৪৯। টম ব্লান্ডেল ১০ ও কাইল জেমিসন ২ রান করে ব্যাট করছেন। 

timer শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২১ ১৩:৫০ key status

এ বার উইকেট নিলেন জাডেজা

এ বার উইকেট নিলেন ভারতের আর এক বাঁ হাতি স্পিনার রবীন্দ্র জাডেজা। রচিন রবীন্দ্রকে ১৩ রানের মাথায় আউট করেন তিনি। নিউজিল্যান্ডের রান ৬ উইকেটে ২৪১। 

Advertisement
timer শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২১ ১৩:২৫ key status

শতরান হাতছাড়া লাথামের

শতরান হাতছাড়া করলেন টম লাথাম। ৯৫ রানের মাথায় অক্ষর পটেলের বলে স্টাম্প আউট হলেন তিনি। নিউজিল্যান্ডের রান ৫ উইকেটে ২২৮। 

timer শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২১ ১৩:০১ key status

আরও একটি উইকেট নিলেন অক্ষর

আরও এক ব্যাটার অক্ষরের শিকার। হেনরি নিকোলসকে ২ রানের মাথায় আউট করেন তিনি। নিউজিল্যান্ডের রান ৪ উইকেটে ২১৮। লাথাম ৯০ রান করে ব্যাট করছেন।  

timer শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২১ ১২:৩৯ key status

শতরানের পথে লাথাম

ভাল খেলছেন টম লাথাম। শতরানের পথে তিনি। ৯২ ওভারে নিউজিল্যান্ডের রান ২ উইকেটে ২১১। লাথাম ৮৭ ও টেলর ৯ রান করে খেলছেন। 

timer শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২১ ১১:৩৬ key status

মধ্যাহ্নভোজের আগে আউট উইলিয়ামসন

মধ্যাহ্নভোজের বিরতির ঠিক আগেই অধিনায়ক কেন উইলিয়ামনকে ১৮ রানের মাথায় আউট করলেন উমেশ যাদব। নতুন বলে কামাল দেখালেন উমেশ। মধ্যাহ্নভোজের বিরতিতে নিউজিল্যান্ডের রান ২ উইকেটে ১৯৭। টম লাথাম ৮২ রান করে খেলছেন। 

timer শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২১ ১০:৫৪ key status

ভাল খেলছেন ল্যাথাম

ইয়ং আউট হলেও আর এক ওপেনার টম লাথাম ভাল খেলছেন। তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন অধিনায়ক কেন উইলিয়ামসন। ৭৫ ওভারে নিউজিল্যান্ডের রান ১ উইকেটে ১৮৩। লাথাম ৭২ ও উইলিয়ামসন ১৪ করে খেলছেন। 

timer শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২১ ১০:১৬ key status

প্রথম ধাক্কা দিলেন অশ্বিন

নিউজিল্যান্ডকে প্রথম ধাক্কা দিলেন রবিচন্দ্রন অশ্বিন। ৮৯ রান করে ভরতের হাতে ক্যাচ দিয়ে আউট উইল ইয়ং। দলের রান ৬৭ ওভারে ১ উইকেটে ১৫১। 

timer শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২১ ১০:১৫ key status

ঘাড়ে চোট ঋদ্ধির

তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার আগেই ভারতীয় দলের জন্য বড় ধাক্কা। ঘাড়ের চোটে মাঠে নামতে পারলেন না দলের উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা। তাঁর বদলে কিপিং করতে নামলেন শ্রীকর ভরত।

timer শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২১ ০৯:৩৪ key status

তৃতীয় দিনের খেলা শুরু

শুরু হল তৃতীয় দিনের খেলা। প্রথম ইনিংসে এখনও পর্যন্ত নিউজিল্যান্ডের একটিও উইকেট ফেলতে পারেননি ভারতীয় বোলাররা। তৃতীয় দিনে খেলায় ফিরতে গেলে শুরুতেই ধাক্কা দিতে হবে ইশান্ত উমেশদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE