ছবি: টুইটার থেকে
সাত উইকেটে জয় ভারতের। ওপেনার দীপক হুডার চমক। অপরাজিত রইলেন ৪৭ রানে।
হার্দিক এবং দীপক হুডার ৫০ রানের জুটি। পয় পর দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাঁরা।
পাওয়ার প্লে-তে ৪৫ রান তুলল ভারত। আউট ঈশান কিশন এবং সূর্যকুমার যাদব। ক্রিজে রয়েছেন হার্দিক পাণ্ড্য এবং দীপক হুডা।
ভারতের নতুন ওপেনিং জুটিতে ২০ রান উঠল ২ ওভারে। কিশন অপরাজিত ১৬ রানে। হুডা খেলছেন ২ রানে।
বৃষ্টির জন্য ১২ ওভারে খেলা হবে ভারত বনাম আয়ারল্যান্ড ম্যাচ। প্রথমে ব্যাট করে ১০৮ রান তুলল আয়ারল্যান্ড। জয়ের ভারতের প্রয়োজন ১০৯ রান।
Innings Break!
— BCCI (@BCCI) June 26, 2022
Ireland post a total of 108/4 in 12 overs.#TeamIndia chase coming up shortly.
Scorecard - https://t.co/V1IMXtpJ9X #IREvIND pic.twitter.com/9HfjyFGiCY
২৯ বলে ৫০ করলেন হ্যারি টেক্টর। টি-টোয়েন্টি ক্রিকেটে তৃতীয় অর্ধশতরান তাঁর।
A superb 33-ball knock from Ireland’s Harry Tector 👏 👏
— ICC (@ICC) June 26, 2022
The home side reached 108/4 from their 12 overs.#IREvIND pic.twitter.com/lwriwU9OX4
উইকেট পেলেন চহাল। আয়ারল্যান্ডের টাকারকে ফেরালেন তিনি। ১৮ রান করে আউট টাকার। ৯ ওভারে উঠল ৭৩ রান।
এক ওভার করে বল করলেন উমরান, আবেশ, চহালরা। সাত ওভার শেষে আয়ারল্যান্ডের স্কোর ৫৬/৩।
Bhuvi, Avesh and Hardik pick a wicket apiece as Ireland are 52/3 after 6 overs.
— BCCI (@BCCI) June 26, 2022
Live - https://t.co/490Pf1BPNa #IREvIND pic.twitter.com/UJeDNyN9s4
আবেশ খানের বলে আউট গ্যারেথ ডেলানি। তৃতীয় উইকেট হারাল আয়ারল্যান্ড। চতুর্থ ওভার শেষে স্কোর ৩২/৩।
মাত্র ৬ রানে ২ উইকেট হারাল আয়ারল্যান্ড। হার্দিকের বলে ক্যাচ দিলেন স্টার্লিং।
ভুবনেশ্বর কুমার ফিরিয়ে দিলেন অ্যান্ডি ব্যালবিরনিকে। শূন্য রানে ফিরলেন তিনি।
বৃষ্টির জন্য সময় নষ্ট। ম্যাচের ওভার কমল। ১২ ওভারে হবে খেলা। পাওয়ার প্লে চার ওভারের। ভারতীয় সময় রাত ১১টা ২০ মিনিটে শুরু হবে ম্যাচ।
UPDATE - Play to start at 6.50 PM local time.
— BCCI (@BCCI) June 26, 2022
Overs: 12
Powerplay: 1-4 overs
2 bowlers can bowl 3 overs each, 3 bowlers can bowl 2 overs each.#IREvIND
ফের বৃষ্টি পড়ছে ডাবলিনে। ম্যাচ শুরু হতে দেরি হবে বলে জানানো হয়েছে।
UPDATE - It's started to rain here and we might see a little delay in the start of play!#IREvIND
— BCCI (@BCCI) June 26, 2022
ওপেন করবেন ঈশান কিশন এবং রুতুরাজ গায়কোয়াড়। চোট সারিয়ে দলে ফিরলেন সূর্যকুমার যাদব। উমরানের সঙ্গে পেসার হিসাবে দলে ভুবনেশ্বর এবং আবেশ।
1ST T20I. India XI: R Gaikwad, I Kishan, D Hooda, S Yadav, H Pandya (c), D Karthik (wk), A Patel, B Kumar, A Khan, Y Chahal, U Malik. https://t.co/V1IMXtpJ9X #IREvIND
— BCCI (@BCCI) June 26, 2022
টস জিতলেন হার্দিক। ভারত অধিনায়ক হিসাবে প্রথম বার টস করতে নেমে জিতলেন তিনি। বল করার সিদ্ধান্ত নিলেন হার্দিক। ম্যাচে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই কারণেই আগে বল করার সিদ্ধান্ত ভারতের।
Captain Hardik Pandya wins the toss and elects to bowl first against Ireland.
— BCCI (@BCCI) June 26, 2022
Live - https://t.co/V1IMXtpbkp #IREvIND pic.twitter.com/Cc1JGcRONE
আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাঠে উমরান। অভিষেক ঘটছে কাশ্মীরি পেসারের। আইপিএলে ভাল বল করার পুরস্কার পেলেন তিনি।
A dream come true moment!!Congratulations to Umran Malik who is all set to make his T20I debut for #TeamIndia
— BCCI (@BCCI) June 26, 2022
He gets 🧢 No.98 #IREvIND pic.twitter.com/8JXXsRJFbW
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy