বুমরার বিশ্বরেকর্ড ছবি রয়টার্স
আচমকাই তাঁর কাছে এসে গিয়েছে অধিনায়কের দায়িত্ব। চাপে তো পড়েনইনি, উল্টে এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিনেই বিশ্বরেকর্ডের মালিক হয়ে গেলেন যশপ্রীত। তবে বোলার হিসাবে নয়, ব্যাটার হিসাবে। ব্যাট হাতে স্টুয়ার্ট ব্রডকে পিটিয়ে এক ওভারে নিলেন ৩৫ রান। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সেই রেকর্ড বুমরার আগে কেউ করতে পারেননি।
এই ব্রডকেই পিটিয়ে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ছয় ছক্কা মেরেছিলেন যুবরাজ সিংহ। সে দিন এবং এ দিন, দু’বারই তা চোখের সামনে দেখেছেন রবি শাস্ত্রী, যিনি নিজে ছ’টি ছক্কার মালিক। বুমরার ইনিংসকেই উপরে রেখেছেন শাস্ত্রী, যে হেতু এক জন বোলারের থেকে এই ইনিংস পাওয়া গিয়েছে। বোর্ডের পোস্ট এক ভিডিয়োয় তিনি বলেছেন, ‘সেই ম্যাচেও ধারাভাষ্য দিচ্ছিলাম। এই ম্যাচেও তাই করেছি। টেস্ট ক্রিকেটের সব দেখে নিয়েছি ভেবেছিলাম। এখনও যে দেখার বাকি আছে ভাবতে পারিনি। যুবরাজের ৩৬ রান, আমার ৩৬ রান রয়েছে। আজ যা দেখলাম সত্যিই বিশ্বাস করতে পারছি না। ১০ নম্বরে ব্যাটিং করতে নেমে, ভারতের অধিনায়ক টপকে গেল ব্রায়ান লারা, জর্জ বেইলি, কেশব মহারাজকে। ২৯ ওভার নিল ও নিজেই। বোলার সেই একই।’
3⃣5⃣ runs in one over 🔥
— BCCI (@BCCI) July 2, 2022
2⃣9⃣ off Bumrah's bat 💥
Here's Former Head Coach @RaviShastriOfc's take on the @Jaspritbumrah93 blitz ⚡⚡#TeamIndia | #ENGvIND pic.twitter.com/fG2wwNstRQ
শাস্ত্রীর সংযোজন, ‘আপনি যদি ভেবে থাকেন যে সব দেখে ফেলেছেন, তা হলে এটা বুঝতে হবে যে আপনি এখনও খেলাটার এক জন ছাত্র। কিছু না কিছু রোজ আপনাকে অবাক করবে। যশপ্রীত বুমরা ব্যাটার হিসাবে বিশ্বরেকর্ড করল, তা-ও আবার ২৯ এসেছে ওরই ব্যাট থেকে।’
মুগ্ধ সচিন তেন্ডুলকরও। লিখেছেন, ‘কাকে দেখলাম এটা, যুবি না বুমরা? ২০০৭-এর স্মৃতি মনে পড়ে গেল।’ উল্লেখ্য, টেস্ট ক্রিকেটের ইতিহাসে যেমন এক ওভারে সর্বোচ্চ রান দিয়েছেন, তেমনই টি-টোয়েন্টি ক্রিকেটেও এই রেকর্ড রয়েছে ব্রডের নামের পাশেই।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy