—ফাইল চিত্র
হার্দিক পেলেন চার উইকেট। ব্যাট হাতে করলেন ৫১ রান। তাঁর দাপটেই প্রথম টি-টোয়েন্টি জিতল ভারত।
একই ওভারে চহাল ফেরালেন ক্রিজে জমে যাওয়া ব্রুক এবং মইন আলিকে। ১০০ রানের মধ্যে ৬ উইকেট হারাল ইংল্যান্ড।
তিন উইকেট হারাল ইংল্যান্ড। ৬ ওভারে ৩২ রানে তিন উইকেট হারাল তারা। সাজঘরে ফিরে গিয়েছেন বাটলার, মালান এবং লিভিংস্টোন।
চাপে ইংল্যান্ড। তিন ওভারে ১২ রান তুলল তারা। ইতিমধ্যেই আউট বাটলার।
ভুবনেশ্বর কুমারের বলে বোল্ড বাটলার। এক রানে এক উইকেট হারাল ইংল্যান্ড।
সাত উইকেট হারাল ভারত। ১৯৫ রানে সাত উইকেট হারাল ভারত। হার্দিক করলেন ৫১ রান। অক্ষর আউট ১৭ রানে। ১১ রান করে আউট কার্তিক।
উইকেট হারালেও রানের গতি কমছে না। ১২ ওভারেই উঠল ১২৬ রান।
১৯ বলে ৩৯ রান করে আউট সূর্যকুমার। ফের উইকেট পেলেন জর্ডন।
ক্রিজে সূর্যকুমার এবং হুডা। তাঁদের দাপটে ইংরেজ বোলারদের উপর দাপট দেখাচ্ছে ভারত। ৭ ওভারে ৭৫ রান তুলে নিল তারা।
ফের উইকেট নিলেন মইন আলি। এ বার ফিরলেন ঈশান। যে ওভারে দীপক জোড়া ছক্কা হাঁকালেন, সেই ওভারেই শেষ ঈশানের ইনিংস।
ভাল শুরু করেও বড় রান পেলেন না। মইন আলি এসে ফিরিয়ে দিলেন রোহিতকে। ২৪ রানে আউট ভারত অধিনায়ক।
ওপেন করছেন রোহিত এবং ঈশান। স্যাম কারেনের প্রথম ওভারে উঠল ৯ রান।
দলে উইকেটরক্ষক হিসাবে কার্তিক। রোহিতের সঙ্গে ওপেন করবেন ঈশান কিশন। রয়েছেন দীপক হুডা, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ড্য। বোলিং বিভাগ সামলাবেন অক্ষর পটেল, হর্ষল পটেল, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চহাল এবং অর্শদীপ সিংহ।
#TeamIndia Playing XI for the 1st T20I.
— BCCI (@BCCI) July 7, 2022
Live - https://t.co/Xq3B0KTRD1 #ENGvIND pic.twitter.com/vTS7aINk3l
টস জিতলেন রোহিত শর্মা। ব্যাট করার সিদ্ধান্ত নিলেন তিনি।
Captain @ImRo45 wins the toss and #TeamIndia will bat first in the 1st T20I.
— BCCI (@BCCI) July 7, 2022
Live - https://t.co/Xq3B0KTRD1 #ENGvIND pic.twitter.com/k3G3TthFWh
ভারতীয় দলে অভিষেক ঘটবে অর্শদীপের। ৯৯তম ভারতীয় ক্রিকেটার হিসাবে টি-টোয়েন্টি অভিষেক পেসারের।
Congratulations to @arshdeepsinghh who is all set to make his T20I debut for #TeamIndia
— BCCI (@BCCI) July 7, 2022
He receives his cap from Captain @ImRo45#ENGvIND pic.twitter.com/2YOY15GwRj
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy